স্বামীজীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে আজ সকালে শ্যামবাজার থেকে স্বামীজির বসত ভিটে সিমলা স্ট্রিট পর্যন্ত মিছিল করেছিল ভারতীয় জনতা পার্টি। এরপর বিকেলে গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল করল তৃণমূল যুব কংগ্রেস। সেই মিছিল শেষে যুব তৃণমূল সভাপতি তীব্র আক্রমণ শানালেন গেরুয়া শিবিরের বিরুদ্ধে।
ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, “বিবেকানন্দের শিক্ষাদীক্ষা যদি কেউ নিজের মধ্যে নিয়ে কাজ করেন, তাহলে ভারতের একমাত্র মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামীজি মহিলাদের ক্ষমতায়নের কথা বলেছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী করেছেন, স্বাস্থ্যসাথীর কার্ড বাড়ির মহিলাদের নামে করে দিয়েছেন। ভারতবর্ষে একটা রাজ্য দেখান তো, যেখানে পঞ্চায়েতে মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ রয়েছে। একমাত্র বাংলাই এই উদাহরণ সৃষ্টি করেছে।”
মোতেরা স্টেডিয়ামে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবেকানন্দের নাম ভুল উচ্চারণের কথা তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানান যুব তৃণমূল সভাপতি। তিনি বলেন, “ওঁরা ট্রাম্পকে ধরে নিয়ে এল। সে বিবেকানন্দের নাম উচ্চারণ করতে পারে না। বলল বিবেকামুণ্ড। আর পাশে বসে এদেশের সবচেয়ে বড় ধর্মের ভাঁওতা বাহক হাততালি দিচ্ছে। গেরুয়া বাহিনীর কোনও অধিকার নেই স্বামীজির ছবি নিয়ে রাস্তায় নামার।” এরপর অভিষেক এদিন বলেন, “এদিন স্বামীজীর স্মরণে তৃণমূলের যে মিছিল হল তার স্বতঃস্ফূর্ততার কাছে অন্য যে কোনও মিছিল ১০ গোলে হেরে যাবে।”