টেস্ট ড্র-র পরদিনই সুষ্ঠুভাবে সম্পন্ন হল ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার অস্ত্রোপচার। আপাতত কয়েক দিন বিশ্রামে থাকবেন তিনি। তারপর আবার সতীর্থদের সঙ্গে দেখা হবে। খুব দ্রুত মাঠেও ফিরবেন। হাসপাতালের বিছানায় শুয়ে সমর্থকদের এমনই বার্তা দিলেন রবীন্দ্র জাদেজা। মঙ্গলবার জাদেজা টুইটারে লিখেছেন, “অস্ত্রোপচার শেষ হয়ে গিয়েছে। এখন কয়েক দিনের বিশ্রাম। তারপর ফের মাঠে ফিরছি।”
সদ্য সমাপ্ত সিডনি টেস্টের তৃতীয় দিন চোটের তালিকায় নাম লেখান এই অলরাউন্ডার। ব্যাট করার সময় বাঁহাতে চোট পান জাড্ডু। সেই জন্য অজিদের দ্বিতীয় ইনিংসে বোলিং পর্যন্ত করতে পারেননি তিনি। দিনের খেলার শেষে তাঁর স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে দেখা যায় তাঁর হাতের আঙ্গুল ভেঙেছে। তবে চোট গুরুতর হলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার জন্য তৈরি ছিলেন। এদিকে জাদেজার সিরিজ থেকে ছিটকে যাওয়ার ব্যাপারটা সোমবার রাতের দিকে বিসিসিআই সরকারিভাবে ঘোষণা করে দেয়।
ভারতের প্রথম ইনিংসের ৯৯তম ওভারে মিচেল স্টার্কের একটি বাউন্সার জাদেজার বাঁহাতের গ্লাভসকে ছুঁয়ে চলে যায়। জোরালো চোটের জন্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা করার জন্য মাঠে চলে আসেন দলের ফিজিও। তাই সেই ইনিংস শেষ হয়ে যাওয়ার পর আর ফিল্ডিং করতে নামেননি এই অলরাউন্ডার। টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং পর্যন্ত করেননি। গত টেস্টে প্রথম ইনিংসে ২৮ রানে অপরাজিত থাকার পাশাপাশি ৬২ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল স্টিভ স্মিথকে দুরন্ত রান আউট করা। সেই জাদেজাই এবার চোট পেয়ে ছিটকে গেলেন চতুর্থ টেস্ট থেকে।