এবার ট্রামে চড়েই করা যাবে পেটপুজো। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের ময়দান টেন্ট থেকে যাত্রা শুরু করল ট্রাম রেস্তোরাঁ। সূচনা করেন পরিবহণ ও পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারী। অ্যাপ নির্ভর এসি বাস পরিষেবারও সূচনা হয়।
এই ট্রাম রেস্তোরাঁয় রয়েছে মোট ২৭টি আসন। অর্থাৎ, একসঙ্গে ২৭ জন ট্রামে ভ্রমণ করতে করতে খাওয়া-দাওয়া করতে পারবেন। পুজোর দিনগুলিতে মূলত বাঙালি খাবার পাওয়া যাবে এই চলমান রেস্তরাঁয়। পুজোর পর থেকে ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল খাবার পাওয়া যাবে। সপ্তাহে সাতদিনই এই ট্রাম রেস্তরাঁ চালানো হবে বলে জানা গেছে।
শুভেন্দু অধিকারী বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেহালা সহ সংলগ্ন এলাকার জন্য ৬০টি বাস চালানো হচ্ছে। বাসগুলি ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। এবার বেহালা এলাকার জন্য অ্যাপ নির্ভর এসি বাস পরিষেবার সূচনা হল। আপাতত ৩৫টি বাস চলবে। কালীপুজোর সময় থেকে বাসের সংখ্যা বেড়ে হবে ৮৪। বাসগুলি ২৪ আসনের। বেহালা এলাকায় অটো সহ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে অভিযোগ উঠছিল। সেই জায়গায় নয়া পরিকল্পনায় যাত্রীদের অনেকটাই সুরাহা হবে’।
পরিবহণ নিগমের এমডি বলেন, প্রথমে, ট্রাম রেস্তরাঁটি পরীক্ষামূলকভাবে চালু হল। পরিকল্পনা সফল হলে এমন উদ্যোগ আগামী দিনে আরও নেওয়া হবে। দু’টি সংস্থা অ্যাপ নির্ভর বাসগুলি রাস্তায় চালাবে। তার জন্য বেহালা এলাকা থেকে শহরের বিভিন্ন প্রান্তে যাওয়ার একাধিক রুট তৈরি করা হয়েছে। জানা গেছে, বাসগুলির ভাড়া হবে এসি বাসের ভাড়ার কাঠামো অনুসরণেই। কোনও সার্জ প্রাইস থাকবে না।