বিবেকানন্দের ১৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য জুড়ে চলছে স্বামীজি স্মরণ। এর মধ্যেই মঙ্গলবার সকালে একটি টুইটের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সকালে ওই টুইটে মমতা লেখেন, ‘জন্মজয়ন্তীতে স্মরণ করছি সেরা নেতা স্বামী বিবেকানন্দকে। স্বামীজির শিক্ষাকে আমি সবসময় মেনে চলি। তাঁর শান্তি ও সার্বজনীন ভ্রাতৃত্বের বার্তা আজও অত্যন্ত প্রাসঙ্গিক। প্রিয় দেশের জন্য কঠোর পরিশ্রম করতে তাঁর বাণী আমাদের অনুপ্রাণিত করে।’
১৯৮৪ সালে ভারত সরকার এই দিনটিকে ‘জাতীয় যুব দিবস’ বলে ঘোষণা করেন। ১৯৮৫ সাল থেকে প্রতি বছর নানা অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে জাতীয় যুব দিবসপালিত হয় স্বামী বিবেকানন্দের স্মরণে। বাঙালি জাতিকে, হিন্দু ধর্মকে তিনিই প্রথম বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় তাঁর সেই বক্তৃতার কথা আজও ভোলেননি কেউ। তিনি বুঝেছিলেন, আকাশে, পাতালে বা কোনও ধর্মীয় ইমারতে নয়, ঈশ্বর রয়েছেন মানুষের মধ্যেই। আর এই তত্ত্বটিকে ‘শিবজ্ঞানে জীবসেবা’ বলেই ব্যাখ্যা করেছিলেন তিনি।
জাতপাতে ভেদাভেদ কোনও দিনই মানতেন না স্বামীজী। তিনি বলতেন, বিশ্বাস করতেন, আমরা সকলেই ঈশ্বরের সন্তান। তাই কোনও মানুষের মধ্যে কোনও জাতপাতের ভেদাভেদ থাকতে পারে না। জন্মদিনে স্বামীজির বাণী ও দর্শন অনুসরণের শপথ নিচ্ছে যুবসমাজ।