আইএসএলে অপরাজিত দৌড় অব্যাহত মুম্বই সিটি এফসির। টানা ৯ ম্যাচে অপরাজিত সের্খিও লোবেরার দল। গোয়ার ফতোরদায় এটিকে মোহনবাগানকে হারিয়ে আইএসএলের প্রথম পর্ব শেষ করল মুম্বই সিটি এফসি। এক বনাম দুয়ের লড়াইতে টেক্কা দিল লিগ টেবিলের এক নম্বর দল। দুরন্ত লড়েও হেরেই প্রথম পর্ব শেষ করল সবুজ মেরুন ব্রিগেড।
গত ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে চনমনে মেজাজেই মাঠে নেমেছিল সবুজ-মেরুন শিবির। দলে তিনটে বদল ঘটান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। কার্ল ম্যাকহিউর বদলে চোট সারিয়ে ফেরেন জেভিয়ার হার্নান্ডেজ। শেখ শাহিলের পরিবর্তে নামেন গ্লেন মার্টিন্স এবং প্রবীর দাসের বদলে শুরু করেন মনবীর সিং। প্রথমার্ধে দু’দলই একে অপরকে টেক্কা দেয়। কিন্তু শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও নষ্ট করে এটিকে মোহনবাগান।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে ওগবেচের গোলে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। রয় কৃষ্ণারা এরপর আর গোল শোধ করতে পারেনি। চলতি মরসুমে দ্বিতীয় হার এটিকে মোহনবাগানের।
এদিন ছেলেদের খেলার ছন্দে দারুণ খুশি কোচ লোবেরো। আর এই জয়ের সুবাদেই লিগ তালিকার শীর্ষস্থানটি ধরে রাখল মুম্বই। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। উলটোদিকে এদিনের হারের পর সমসংখ্যক ম্যাচ খেলে সবুজ-মেরুনের ঝুলিতে ২০ পয়েন্ট। তাদের পরের প্রতিপক্ষ গোয়া।