ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। একজন লিখেছেন, “কী প্রয়োজন ছিল এসবের! আপনারই তো সরকার। কে আপনার কী করবে!” আরেকজন লিখলেন, “সাবাস! এটাই ডিজিট্যাল ইন্ডিয়া! আপনারাই আদর্শ।” ক্রমশঃ উত্তরপ্রদেশের পুলিশ যেন হাসির পাত্র হয়ে উঠল। এর আগে আখের ক্ষেতে এক অপরাধী ঢুকে পড়ায় একজন পুলিশকর্মী বাইরে থেকে ফায়ারিং-র আওয়াজ করেছিলেন। তাঁর মুখ থেকে ‘ঠায় ঠায়’ শব্দ শুনে হেসে গড়াগড়ি খেয়েছিলেন নেটিজেনরা। আর এবার আরও এক কাণ্ড করে বসল যোগীরাজ্যের পুলিশ।
এমন হাস্যকর ঘটনাটি ঘটেছে গোরক্ষপুরে। দাগী আসামীকে পাকড়াও করে ছবি তুলেছিলেন এক পুলিশকর্মী। অপরাধী ধরার পর নিজেদের বাহাদুরি জাহির করতে চেয়েছিল গোরক্ষপুরের পুলিশ বিভাগ। তাই সেই অপরাধী ও পুলিশকর্মীর ছবি শেয়ার করা হয় টুইটার হ্যান্ডেল থেকে। সেই ছবিতে দেখা যায়, অপরাধী ও পুলিশকর্মীর মুখে মাস্ক ছিল না। উত্তরপ্রদেশে করোনা পরিস্থিতি আগের থেকে ভাল হলেও এখনও ভাইরাসের প্রকোপ চলছে। তাই সেখানে মুখে মাস্ক পরা এখনও বাধ্যতামূলক। এমন পরিস্থিতিতে পুলিশকর্মীর মুখে মাস্ক না থাকায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন।
এরপরই নিজেদের ভুল বুঝতে পারে উত্তরপ্রদেশের পুলিশ বিভাগ। লোকজনের প্রশ্নে জেরবার পুলিশ বিভাগ এরপর আজব কাণ্ড ঘটায়। তাঁরা ফটোশপের মাধ্যমে মাস্ক পরিয়ে দেয় পুলিশকর্মী ও অপরাধীর মুখে। কিন্তু সেই ছবি দেখলে যে কেউ বুঝতে পারবে, আসলে ওই মাস্ক নকল। লোকজন তো যোগীর রাজ্যের পুলিশকে ডিজিট্যাল মাস্ক পরার জন্য বাহবাও দিয়ে ফেলেছে।