যোগী রাজ্যে নারীসুরক্ষার হাল যে ক্রমশই আরও খারাপ হচ্ছে প্রতিদিন, বারবারই মিলছে তাঁর প্রমাণ। কখনও উন্নাওয়ের আসিফা-কাণ্ড বা বিজেপি বিধায়কের বাড়ি চাকরি চাইতে যাওয়া কিশোরীকে নিগ্রহ, তো কখনও আবার তরুণীকে গণধর্ষণ বা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর হাতে আইনের ছাত্রীর শ্লীলতাহানী-ধর্ষণ — এমনই নানা ঘটনার জেরে বারবারই খবরের শিরোনামে উঠে এসেছে উত্তরপ্রদেশ। হালের হাথরস কাণ্ড তো গোটা দেশেই শোরগোল ফেলে দিয়েছিল। এই আবহেই সে রাজ্যে কলেজের এক ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছিল। তবে ওই কলেজের চেয়ারম্যান তথা প্রাক্তন এক বিজেপি বিধায়ককে বেধড়ক পিটিয়ে উচিত শিক্ষা দিলেন ছাত্রীর পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসী জেলার বাগাতুয়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের চিরাগাঁও বিধানসভা থেকে দু’বার জয়ী হওয়া প্রাক্তন বিজেপি বিধায়ক মায়াশংকর পাঠকের বালুয়া পাহাদিয়া গ্রামে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। কয়েকদিন আগে ওই কলেজের এক ছাত্রীকে মায়াশংকর পাঠক যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। এর জেরে মেয়েটির পরিবারের সদস্য ও কয়েকজন প্রতিবেশী এসে প্রাক্তন ওই বিজেপি বিধায়ককে বেধড়ক মারধর করেন। পরে এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় স্থানীয় প্রশাসনিক মহলে। দেখা যায়, একটি চেয়ার বসে কান ধরে রয়েছেন মায়াশংকর। মারধরের ঘটনার জেরে পুলিশের দ্বারস্থ হননি প্রাক্তন বিজেপি বিধায়ক। তবে স্বতঃপ্রণোদিত হয়ে ভিডিও ফুটেজ দেখে মারধরের ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে প্রশাসন।