তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে সে বিজেপিকে কড়া ভাষায় কটাক্ষ করলেন তৃণমূল নেতা ব্রাত্য বসু। তোপ দেগে বললেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম নষ্ট করছে বিজেপি।” ব্রাত্য বলেন, “বিবেকানন্দের শিকাগোর বক্তৃতার ১২৫ তম বার্ষিকীতে মুখ্যমন্ত্রীকে শিকাগোতে বক্তৃতা দিতে আহ্বান করা হল। অক্সফোর্ডেও ভার্চুয়াল বক্তৃতার জন্যে আহ্বান করা হল। কিন্তু দুবারই উদ্দেশ্য প্রণোদিতভাবে বাতিল হল অনুষ্ঠান। কারা এসবে কলকাঠি নাড়ছে? যারা দামি জামাকাপড় পরে দেশের মানুষের পয়সায় বিদেশে ঘুরে বেড়ান? মমতা বন্দ্যোপাধ্যায়ের জগতজোড়া সুনাম কি তাদের বিপন্ন করল?”
তবে শুধুই বিজেপি নয়, এদিনের বৈঠক থেকে ব্রাত্য বসু সাম্প্রতিক অতীতে দলত্যাগীদের উদ্দেশ্যেও তোপ দাগেন। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজন তৃণমূল নেতামন্ত্রী দল ছেড়ে বিজেপিতে গিয়ে ভিড়েছেন। আর তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে নোংরা, তীর্যক মন্তব্য করেছেন। সেই নিয়েই এদিন ব্রাত্য বলেন, “মমতা’দি এঁদের কাউকে সাংসদ, কাউকে মিনিস্টার, কাউকে ক্যাবিনেট মিনিস্টার বানিয়েছিলেন। আজ তাঁরাই টাকার লোভে বিজেপিতে গিয়ে নোংরা কটূক্তি করছেন। কিন্তু কোনোদিন কি মুখ্যমন্ত্রীকে এমন মন্তব্য করতে দেখেছেন? পাবেন না। কারণ বাংলার সংস্কৃতি কাউকে অপমান করতে শেখায় না।”