প্রায় দু’বছরের মাথায় অবশেষে জামিন পেলেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)-এর অন্যতম কর্ণধার শ্রীকান্ত মোহতা। সোমবার ভুবনেশ্বরের সিবিআইয়ের স্পেশ্যাল আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। জামিনের খবরে স্বভাবতই খুশি শ্রীকান্ত এবং তাঁর পরিবার। খুশি তাঁর সহকর্মীরাও। সূত্রের খবর, আগামীকাল অথবা বুধবার ভুবনেশ্বর থেকে কলকাতায় পৌঁছবেন শ্রীকান্ত।
প্রসঙ্গত, রোজভ্যালি চিটফান্ড মামলায় ২০১৯ সালের জানুয়ারিতে শ্রীকান্তকে গ্রেফতার করেছিল সিবিআই। টলিউডের ‘অত্যন্ত প্রভাবশালী’ হিসাবে পরিচিত শ্রীকান্তকে সিবিআই গ্রেফতারে অনেকে ‘রাজনৈতিক কারণ’-ও দেখেছিলেন। ঘটনাচক্রে, শ্রীকান্ত ছিলেন শাসক তৃণমূল শিবিরের ‘ঘনিষ্ঠ’। তাই বিজেপির নোংরা রাজনীতির কথাও উঠে এসেছে ফিল্ম জগতের অনেকের মুখেই। তবে সত্যের জয় একদিন হবেই। আর সেই সত্যের ওপরে ভর করেই আজ সুবিচার মিলল শ্রীকান্তের।
এদিকে, দীর্ঘদিন পর তাঁর জামিন মঞ্জুর হওয়ায় এসভিএফ-এর অপর কর্ণধার মহেন্দ্র সোনি বললেন, “আমাদের বরাবর বিচারব্যবস্থার ওপর বিশ্বাস এবং ভরসা ছিল। সেই বিশ্বাসের জায়গা থেকেই আমরা মনে করেছিলাম শ্রীকান্তের জামিনের আবেদন ঠিক মঞ্জুর করবে মহামান্য আদালত। আদালতের এই নির্দেশে আমরা খুশি। আমাদের সংস্থার সহকর্মীরাও আনন্দিত।’’ মহেন্দ্র জানাচ্ছেন, জেল হেফাজতে শ্রীকান্ত একবার অসুস্থ হয়ে পড়লেও এখন তিনি শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ। নির্দেশের প্রতিলিপি এখনও তাঁরা পাননি। তবে তাঁদের আশা, জামিনের পদ্ধতিগত দিকগুলি দ্রুত শেষ করে ফেলতে পারলে মঙ্গল বা বুধবার শ্রীকান্ত কলকাতায় ফিরতে পারবেন।