‘তৃণমূলে থাকলে ঘষটা সাবান আর বিজেপিতে গেলেই সবাই সানলাইট, লাইফবয়, সার্ফ এক্সেল। বিজেপি যেন ওয়াশিং মেশিন। কালো জিনিস সব সাদা হয়ে যায়। তৃণমূলে থাকলে কালো, বিজেপিতে গেলে সাদা হয়ে যাবে।’ রানাঘাটের সভায় দাঁড়িয়ে এই ভাষাতেই বিজেপিতে যোগ দেওয়া দলত্যাগী নেতাদের তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একইসঙ্গে, বিজেপিকে মিথ্যে কথা বলার রাজা বলেই অভিহিত করে মমতা বলেন, ‘মিথ্যে কথা বলার কোনও জুড়িদার নেই বিজেপির। নির্বাচনের আগে ১৫ লক্ষ টাকা দেবে বলেছিল। কিছুই হয়নি। সকলকে চাকরি দেবে বলেছিল। তাও কিছু দেয়নি।’ একইসঙ্গে মমতার অভিযোগ, যেভাবে বিজেপি সব সংবাদমাধ্যমকে কিনে নিয়েছে, তাতে বিরোধীদের কোনও জায়গা নেই। কারণ, এখন টিভি খুললেই বোতল-ছিপি কিছুই দেখতে পাবেন না। শুধু বিজেপি আর বিজেপি। সারা দেশে রাষ্ট্রপতি শাসনের মত করে চলছে।
সিবিআই-ইডি’র তল্লাশি নিয়ে একহাত নিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর মন্তব্য, ‘এমনি এমনি কাগজ তৈরি করছে। সব কাগজ আদালতে হারবে। ওঁদের ভয়ে কয়েকজন বিজেপিতে গিয়েছে। তাদের ভয় দেখিয়ে বিজেপিতে নিয়ে গিয়েছে। ভারতীয় জনতা পার্টি নয়, এখন হয়ে গিয়েছে ভারতীয় জাঙ্ক পার্টি।’ কেন্দ্রীয় সরকারে থাকা বিজেপিকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি করলে সাত খুন মাপ, অন্যরা করলে বন্ধ ঝাঁপ। এখন এটা একটা ভাজপা ওয়াশিং মেশিন হয়ে গিয়েছে। দিল্লী থেকে এল বাবু ফাইভ স্টার ভাড়া করে, চোখে স্বপ্ন নিয়ে বাংলা দখলের। সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।’