রবিবার আই লিগের ইতিহাসে দ্রুততম গোল করে নজির গড়লেন ট্রাউ এফসির তাজাকিস্তানের ফুটবলার কোমরন টারসুনভ। মোহনবাগান মাঠে আই লিগের ম্যাচে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে মাত্র ৯ সেকেন্ডে গোল করলেন তিনি।
রিয়াল কাশ্মীরের হারুন আমিরির ভুলে বল পেয়ে যান কোমরন। ডান পায়ের জোরালো শটে গোল করেন তাজাকিস্তানের ফুটবলারটি। ৯ সেকেন্ডে গোল করে দলকে এগিয়ে দিলেও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় ট্রাউ এফসিকে। ৭০ মিনিটে রিয়াল কাশ্মীরের হয়ে গোল শোধ করেন ম্যাসন রবার্টসন।
এর আগের রেকর্ডটি ছিল মোহনবাগানের আর এক প্রাক্তন আই লিগজয়ী ফুটবলার কাটসুমির। ২০১৮-১৯ মরশুমে আই লিগে নেরোকা এফসি-র হয়ে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ১৩ সেকেন্ডে গোল করেছিলেন জাপানি কাটসুমি উসা। এতদিন এটাই ছিল আই লিগে দ্রুততম গোল। রবিবার কাটসুমিকে ছাপিয়ে গেলেন কোমরন টারসুনভ।