গত ম্যাচে নর্থইস্টের বিরুদ্ধে দুই গোলে জয় পেয়েছে এটিকে মোহনবাগান। গোল করেছেন রয় কৃষ্ণ। আর আজ আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে লিগ টেবিলের দু’ নম্বরে থাকা এটিকে মোহনবাগান মুখোমুখি হচ্ছে শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির। আগের ম্যাচে জয় মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে, এমনটাই মনে করছেন এটিকে মোহনবাগান কোচ হাবাস।
প্রসঙ্গত, সোমবার দুই স্প্যানিশ কোচের মগজাস্ত্রের দ্বৈরথ। যদিও হাবাসের মতে, কোনও ম্যাচে ফুটবলাররাই গুরুত্বপূর্ণ। বিরতির সময় কোচরা নির্দেশ দিলেও ম্যাচ শুরু হয়ে গেলে তাদের বিশেষ ভূমিকা থাকে না বলেই মত আন্তোনিওর। পাশাপাশি,এই ম্যাচকে মুম্বইয়ের আক্রমণ ভাগের বিরুদ্ধে এটিকে মোহনবাগানের ডিফেন্সের লড়াই বলে মনে করা হলেও তা মানতে নারাজ এটিকে মোহনবাগান কোচ। তিনি জানিয়েছেন, ‘‘যে কোনও ম্যাচে রক্ষণের পাশাপাশি আক্রমণকেও সমান গুরুত্ব দিতে হয়। তাই এমন ভাবার কোনও কারণ নেই।’’
প্রসঙ্গত, জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচের পর চোটের কারণে এটিকে মোহনবাগানের জার্সিতে আর নামা হয়নি জাভি হার্নান্দেসের। ধীরে ধীরে তিনি সুস্থ হচ্ছেন। তবে, মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে তিনি খেলবেন কিনা, তা স্পষ্ট করেননি হাবাস। কিছুটা ধোঁয়াশা রেখেই সবুজ-মেরুন হেড কোচ বলেন, ‘‘সোমবারের ম্যাচে জাভি খেলতেই পারে।’’ গত মরসুমের থেকে এ মরসুমে অনেকটাই ভাল শুরু করেছে এটিকে মোহনবাগান। ‘‘প্রথম মরসুমে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। দ্বিতীয় মরসুমে ভাল খেলেও আমরা জিততে পারিনি। কিন্তু খেলার ধরন আমরা পাল্টাইনি। কিন্তু, মাঝেমাঝে ভাল খেললেও ফল পাওয়া যায় না। তাই, এ সব নিয়ে ভেবে লাভ নেই।” জানিয়েছেন হাবাস।