ক্যাপিটল বিল্ডিংয়ে তাঁর সমর্থকরা হামলা চালানোর কয়েক ঘণ্টা আগে পরিবার এবং বন্ধুদের নিয়ে পার্টিতে মেতেছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ এবার সামনে এল বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের আরও এক কেলেঙ্কারি৷ ট্রাম্পের পার্টি করার সেই ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে৷
এই ভিডিও সামনে আসতেই ট্রাম্পের সমালোচনায় মুখর হয় টুইটার ব্যবহারকারীরা৷ এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘এটা কল্পনারও বাইরে! বেশিরভাগ মানুষই হতাশা, দুঃখে চোখের জল ফেলছিলেন৷ আর আমেরিকার এই বিশ্বাসঘাতকরা হাসছে, নাচছে, উল্লাসে মেতেছে!’
যে ভিডিও সামনে এসেছে, তাতে চাঞ্চল্যকর ছবি ধরা পড়েছে৷ ভিডিও-ত দেখা যাচ্চে, বুধবারের ওই সভার আগে মূল মঞ্চের পিছনে নিজের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং নিজের টিমের সদস্যদের নিয়ে রীতিমতো পার্টি করছেন ডোনাল্ড ট্রাম্প৷ ঠাট্টা- তামাশা করতেও দেখা যায় তাঁকে৷
ভিডিও-তে ট্রাম্পকে এমনও বলতে শোনা গিয়েছে, ‘রওনা দেওয়ার জন্য সবাই তৈরি!’ তাঁকে আরও বলতে শোনা গিয়েছে, ‘হাজার হাজার মানুষ ভিড় করেছেন৷ আমার নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না৷ দেশপ্রেমী এই মানুষের ভিড় আর এই অন্যায় সহ্য করতে পারছে না৷’