দলবদল করতেই এবার সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজ করার জন্য লোকসভার স্পিকারের কাছে আবেদন জানাল তৃণমূল। দুই বর্ধমানের একমাত্র তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বিরুদ্ধে দলত্যাগী আইন প্রয়োগের জন্য চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে দলত্যাগীদের বিরুদ্ধে তৃণমূল যে কড়া অবস্থান নিতে চলেছে, তা আজকের ঘটনায় পরিষ্কার।
সংবাদ সংস্থা সূত্রে খবর, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। তাতে পূর্ব বর্ধমানের সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজ করার আবেদন রয়েছে। উল্লেখ্য, ২০২০-এর শেষের দিকেই শুভেন্দু অধিকারীর সঙ্গেই তৃণমূল ছেড়েছেন সুনীল। যোগ দিয়েছেন বিজেপিতে। কিন্তু সাংসদ পদ ছাড়েননি তিনি। তাই এবার তাঁর বিরুদ্ধে দলত্যাগী আইন প্রয়োগের আর্জি জানানো হয়েছে।
সুনীল মণ্ডলের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করার ক্ষেত্রে জটিলতা আছে কি? বিশেষজ্ঞরা বলছেন, পূর্ব বর্ধমানের সাংসদের বিরুদ্ধে এই আইন প্রয়োগে কোনও সমস্যা নেই। কারণ, তৃণমূলের দুই তৃতীয়াংশ সাংসদ দল ছাড়ছেন না, একা সুনীল মণ্ডল দলবদল করেছেন। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতেই পারে।