দিল্লী সীমান্তে গত ১ মাস ধরে চলতে থাকা কৃষক আন্দোলনের সমর্থনে প্রথম থেকেই মুখ খুলেছেন পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। যেই কারণে তাঁর বিরুদ্ধে নেটিজেনদের একাংশ বেশ ক্ষোভ উগরে দিচ্ছেন। এর সূত্রপাত অবশ্যই কঙ্গনা রানাউতের হাত ধরেই হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দিলজিতের বিরুদ্ধে কর বিষয়ক কারচুপির অভিযোগ ওঠে।
নেটিজেনদের একাংশ অভিযোগ তোলে, “বিদেশ থেকে নাকি কোটি কোটি টাকা নিয়ে এসে কৃষক আন্দোলনে মদত যোগাচ্ছেন দিলজিৎ দোসাঞ্জ। যার জেরে সম্প্রতি ভারতীয় আয়কর বিভাগ পাঞ্জাবী অভিনেতার বিরুদ্ধে কর কারচুপির অভিযোগ আনে।” এরপর প্রশ্ন ওঠে তাঁর নাগরিকত্ব নিয়েও। শুধু তাই নয়, এই অভিযোগের ভিত্তিতে দিলজিতের বিরুদ্ধে দায়ের করা এক এফআইআর-র ছবিও পোস্ট করেন কেউ। আর এই ঘটনা নেটদুনিয়ায় চাউর হতেই মুখ খোলেন দিলজিৎ দোসাঞ্জ।
দিলজিৎ যে এক দায়িত্ববাণ নাগরিকের মতোই কর দেন এবার তাঁর প্রমাণ দিলেন তিনি। নেটিজেনদের তোলা কর কারচুপির অভিযোগ নস্যাৎ করে দিয়ে ২০১৯-২০২০ সালে অর্থনীতি মন্ত্রকের তরফে প্রাপ্ত শংসাপত্রের ছবি পোস্ট করেন। এই ছবি পোস্ট করে পাঞ্জাবী অভিনেতার মন্তব্য, “আমি চাইছিলাম না এই ছবি পোস্ট করতে, কিন্তু পরিস্থিতি এখন যে পর্যায়ে পৌঁছেছে, তাতে বাধ্য হলাম নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে। ভুয়ো খবর দিয়ে ঘৃণা ছড়াবেন না। আর হ্যাঁ, অযাচিতভাবে কাউকে টার্গেটও বানাবেন না। এতে অন্য কারও আঘাতও লাগতে পারে।” তবে এইটুকু বলেই থেমে থাকেননি অভিনেতা। তিনি আরও বলেন, “সারাদিন ঘরে বসে টুইটারে টুইট করে দেশপ্রেমিক হিসেবে নিজেকে প্রমাণ করা যায় না। এর জন্য কাজও করতে হয়।”