সারাবছরের মত পুজোর বাংলাতেও প্রতিটি খুঁটিনাটিই তাঁর নখদর্পণে। শহরের এ মাথা থেকে ও মাথা ঘুরে ঘুরে পুজো উদ্বোধন করছেন তিনি। কোথাও ‘মা’-এর মতই আন্তরিক ও স্নেহশীল তিনি। আবার কোথাও বা সামান্য অসাবধানতা দেখলেই বড় ‘দিদি’-র মত দিচ্ছেন কড়া ধমক। একইসঙ্গে শুধরেও দিচ্ছেন ভুলত্রুটিগুলি। উৎসবের মরশুমেও এমনই তীক্ষ্ণ নজরে বাংলার খেয়াল রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল যেমন দক্ষিণ কলকাতার একটি পুজো মণ্ডপে ভিআইপি-দের জন্য তৈরি বড় মঞ্চ দেখে বললেন, ‘যত স্পেস দেবেন, তত ভাল। এসব না করে চলাফেরার জন্য বেশী জায়গা রাখা উচিৎ। দুজন ভিআইপি-র থেকে ২০ হাজার মানুষের গুরুত্ব বেশী। একটা ফায়ার ব্রিগেডের ইঞ্জিন আসার রাস্তা রাখতে হয়। কিছু ঘটে গেলে তখন কী হবে?’
আবার সেখানেই আরেকটি পুজোমন্ডপের সংকীর্ণ প্রবেশপথ তাঁর নজর এড়ায়নি। সেখানে দাঁড়িয়েই উদ্যোক্তাদের মন্ডপে ঢোকা-বেরানোর পথ চওড়া করার টিপস দিলেন মুখ্যমন্ত্রী। যাতে আগত দর্শনার্থীরা সহজেই মন্ডপে প্রবেশ করতে পারেন।
অন্যদিকে, বাদামতলা আষাঢ় সঙ্ঘের মণ্ডপ উদ্বোধন করতে গিয়ে রীতিমত উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। কর্মকর্তাদের কাছে তিনি জানতে চান, ‘আমরা আধার কার্ডের বিরুদ্ধে। তবে আধার কার্ড নিয়ে থিম করা হল কেন?’ এক কর্মকর্তা তাঁকে বোঝান, ‘থিমটা এমনভাবে করা হয়েছে যাতে বোঝা যায় আমরা আধার কার্ডের বিপক্ষে’। তবে বেশ কিছুক্ষণ মণ্ডপ খুঁটিয়ে দেখে তিনি বললেন, ‘পক্ষে না বিপক্ষে কিছুই বোঝা যাচ্ছে না’।
মুখ্যমন্ত্রীর অলচিকি ভাষায় লেখা কবিতার থিম এবার ভবানীপুর স্বাধীন সঙ্ঘে। সেখানকার প্রতিমা দেখে খুবই খুশি হয়েছেন তিনি। এছাড়াও তিনি কাল বকুলবাগান, দক্ষিণ কলকাতা সর্বজনীন, গোলমাঠ, চক্রবেড়িয়া, অবসর-সহ বেশ কয়েকটি পুজো মণ্ডপের উদ্বোধন করেন। চক্রবেড়িয়ায় প্রকৃতি ও সম্প্রীতির থিম দেখে কর্মকর্তাদের উচ্ছ্বসিত প্রশংসা করে মমতা বলেন, ‘বাংলায় আমরা সকলে মিলে থাকতে পারব না কেন? এ আমাদের সকলের বাংলা।’
তবে এক পুজো-কর্মকর্তার দেওয়া প্রস্তাব শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোকে ‘ইন্ডাস্ট্রি’ হিসেবে ঘোষণা করতে বলায়, রাগত স্বরে তিনি বলেন, ‘কক্ষনো না, উৎসব মানে উৎসবই। উৎসবকে শিল্প হিসাবে ঘোষণা করার কোনও প্রয়োজন নেই। আপনি বলে দিলেন, আর আমি ইন্ডাস্ট্রি ডিক্লেয়ার করে দিলাম, এমনটা হবে না। আই ক্যান নট ডু ইট।’ ওই পুজোমন্ডপে বিরক্তি প্রকাশ করলেও, পরে অবশ্য আবারও ফুরফুরে মেজাজেই দেখা যায় তাঁকে।