চলতি বছরই বাংলায় বিধানসভা নির্বাচন। আর ভোট এগিয়ে আসতেই ফের রাজ্যজুড়ে খুন-জখম-হিংসার রাজনীতি শুরু করে দিয়েছে বিজেপি। দিকে দিকে গেরুয়া-সন্ত্রাসের শিকার হচ্ছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। এবার যেমন রাজনৈতিক রেষারেষির কারণে হাত কাটা গেল বর্ধমানের কালনার এক তৃণমূল সমর্থকের। শুধু তাই নয়, একজন প্রতিবন্ধী-সহ আহত আরও তিনজন। হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধেই। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে কালনার সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।
জানা গিয়েছে, আক্রান্ত তৃণমূল কর্মীর নাম দেবাশিষ ঘরামী। বাড়ি, সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েতের দিঘির পশ্চিম পার এলাকার। এলাকায় দুই বালকের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে দেবাশিষের বাড়িতে হামলা চালায় স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযোগ তেমনই। আক্রান্তের দাবি, হামলার কারণ জানতে চাইলে তাঁর হাতে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। আহত হন আরও তিনজন। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে আহতদের। অন্যদিকে, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।