গতকাল সন্ধ্যায় কিছুটা উদ্বেগ থাকলেও রাতে বেশ ভাল ঘুমিয়েছেন তিনি। গায়ে জ্বরও নেই। রক্তচাপ এবং নাড়ির গতিও স্বাভাবিক। শনিবার রাতে করোনো পরীক্ষা হয়েছিল ‘মহারাজ’-এর। তবে তার রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি পান অনুরাগীরা। রবিবার সকাল পর্যন্ত তিনি শ্বাসকষ্টে ভুগছেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, তাঁকে হালকা খাবার দেওয়া হয়েছে। সবমিলিয়ে প্রাথমিক উদ্বেগ কাটিয়ে ভালই আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
দক্ষিণ কলকাতার যে হাসপাতালে সৌরভ রয়েছেন, রবিবার সকালে তাদের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, সৌরভের অক্সিজেন সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। আপাতত আর শ্বাসকষ্টের সমস্যা নেই। আজ সকালের ইসিজি রিপোর্টও স্বাভাবিক। আগামী দু’দিন চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হবে তাঁকে।
প্রসঙ্গত, গতকাল সকালে শরীরচর্চা করার সময় আচমকাই বুকে এবং পিঠে ব্যথা অনুভব করেন সৌরভ। তার পর অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসকরা জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন তিনি। ডাক্তারি পরীক্ষায় দেখা যায়, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ রয়েছে সৌরভের।
এরপর শনিবারই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছিল। এর পর একটি স্টেন্ট বসে। বাকি ধমনীর ‘ব্লকেজ’ সরাতে আরও ২টি ‘স্টেন্ট’ বসানো হবে কি না, সে নিয়ে চিন্তাভাবনা রয়েছে চিকিৎসকদের। এখনও পর্যন্ত সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে অবস্থা স্থিতিশীল হওয়ায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দাদার অনুরাগীরা।