দেশের সমস্ত রাজ্যে আজ সকাল থেকেই টিকাকরণ প্রক্রিয়ার মহড়া চলছে। এখনও অবধি দেশের ১১৬টি জেলায় টিকার মহড়া তথা ড্রাই-রান শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের তিন জায়গায় চলছে টিকার ড্রাই-রান। বিধাননগর পুরসভার অধীনে দত্তাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মধ্যমগ্রাম পুরসভার আরবান প্রাইমারি হেলথ সেন্টার ও আমডাঙা গ্রামীণ হাসপাতালে টিকাকরণের মহড়া শুরু হয়েছে সকাল ৯টা থেকে।
টিকার ড্রাই-রানে যে স্বাস্থ্যকর্মীরা অংশ নেবেন তাঁদের মাস্ক পরে ভেতরে ঢুকতে হবে। সোশ্যাল ডিস্টেন্সিং মেনে লাইনে দাঁড়াতে হবে। এক এক করে ঢোকানো হবে ভেতরে। জানা গিয়েছে, প্রথমে নাম নথিভুক্ত করা হবে স্বাস্থ্যকর্মীদের। তার জন্য প্রথমে রেজিস্ট্রেশন রুমে যেতে হবে তাঁদের। টিকা যাদের দেওয়া হবে তাদের নাম, পরিচয়, সবটাই সরকারি খাতায় রেকর্ড করা থাকবে। আজ ঠিক তেমনভাবেই মহড়া চলবে।
নাম নথিভুক্ত করার পরে ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে। ডাক পড়লে ভেতরে গিয়ে টিকার ইঞ্জেকশন নেওয়ার পরে পাঠানো হবে অবজারভেশন রুমে। এখানে ৩০-৪০ মিনিট রাখা হবে। এই সময় দেখে নেওয়া হবে টিকার ইঞ্জেকশন নেওয়ার পরে কোনও শারীরিক অস্বস্তি হচ্ছে কিনা। কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হবে। কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে তারও রেকর্ড থাকবে সরকারি খাতায়। টিকা নেওয়ার পরে যদি কোনও শারীরিক অস্বস্তি না থাকে তাহলেই বাড়ি পাঠানো হবে।
উল্লিখিত তিন জায়গায় টিকার মহড়া নিতে পৌঁছে গেছেন স্বাস্থ্যকর্তারা। প্রত্যেক জায়গায় ২৫ জন করে স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়ার মহড়া চলবে। ঠিক যেভাবে গণহারে টিকাকরণ হবে তেমনটাই আজ মহড়া করে দেখে নেওয়া হবে।