রিলায়্যান্স পেট্রোলিয়াম লিমিটেডের (আরপিএল) শেয়ার বেচাকেনায় অনিয়মের অভিযোগে তদন্ত চালাচ্ছিল নিয়ন্ত্রক সংস্থা সেবি। সেই তদন্তের ভিত্তিতেই এবার ২০০৭-এর একটি মামলায় মুকেশ আম্বানি ও রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ-সহ চারটি সংস্থাকে জরিমানা দেওয়ার নির্দেশ দিল সেবি। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজকে ২৫ কোটি ও সংস্থার কর্ণধার মুকেশ আম্বানিকে ১৫ কোটি টাকার জরিমানা করেছে তারা। এছাড়াও নবি মুম্বই এসইজেড প্রাইভেট লিমিটেডকে ২০ কোটি ও মুম্বই এসইজেড প্রাইভেট লিমিটেডকে ১০ কোটি টাকা জরিমানা দিতে বলা হয়েছে। নভেম্বর ২০০৭ সালে আরপিএলের শেয়ার বিক্রি করা নিয়ে এই মামলা। তার আগেই রিলায়্যান্স ঠিক করেছিল যে তারা ৪.১ শতাংশ শেয়ার এই সাবসিডিয়ারি সংস্থা থেকে বিক্রি করে দেবে।
৯৫ পাতার অর্ডারে, সেবির অফিসার বিজে দিলীপ জানিয়েছেন যে এই ক্ষেত্রে সংস্থাটির নেপথ্যে যে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ আছে তা অনেক লগ্নিকারী জানতেন না। যেভাবে লেনদেন হয়েছে ফিউচার্স অ্যান্ড অর্ডার মার্কেটে, তাতে লগ্নীকারীদের স্বার্থ লঙ্ঘিত হয়েছে বলে তিনি মনে করেন। ক্যাপিটাল মার্কেটে যাতে কোনও রকমের কারচুপি না হয়, তারজন্য শক্ত হাতে কাজ করতে হবে বলে অর্ডারে লিখেছেন সেবির অফিসার। ২০১৭ সালের মার্চ মাসে আরপিএল মামলায় রিলায়্যান্স ও অন্য সংস্থাদের ৪৪৭ কোটি টাকা দিতে বলে সেবি। এরপর এর বিরুদ্ধে করা অ্যাপেলেট মামলায় হার হয় সংস্থার। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেছে সংস্থা। শুক্রবারের সেবির অর্ডারে বলা হয়েছে যে রিলায়্যান্স নানান বেআইনি উপায়ে নিজেদের শেয়ার বিক্রি করেছে আরপিএলে। এতে সংস্থার লাভ হলেও মোটের ওপর বাজারের ক্ষতি হয়েছে বলে মনে করছে নিয়ন্ত্রক বডি সেবি।