বিজেপি নেতা সৌমিত্র খাঁ-এর দাবি সপাটে খারিজ করে দিলেন তৃণমূল নেতা অরূপ রায়। স্পষ্ট বলে দিলেন, ‘বিজেপির সঙ্গে আমার নীতি আদর্শ মেলে না। রাজনীতি ছেড়ে দেব। কিন্তু কোনও দিনই গেরুয়া শিবিরে যোগ দেব না।’
বিজেপি সাংসদ দাবি করেন, অরূপ রায় দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি শীঘ্রই গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন। এরপরেই পাল্টা মুখ খোলেন তৃণমূল নেতা অরূপ রায়। তিনি বলেন, ‘ওরা কোথা থেকে আলোচনা করল জানিনা। আমি ১৯৯৭ সালে তৃণমূল শুরু করি। সন্তানের মতো করে হাওড়ায় তৈরি করেছি দলটাকে। আমি তো সৌমিত্র খাঁর মতো কংগ্রেস থেকে তৃণমূল। আবার তৃণমূল থেকে বিজেপি করিনা। যে দল করি সেটাই করি।’
এখানেই না থেমে অরূপ রায় জানিয়ে দেন, রাজনীতি ছেড়ে দিতে পারেন কিন্তু দল বদলাবেন না। তাঁর কথায়, ‘আদর্শ, ভাবনা নিয়ে দল করি। দলে প্রয়োজন নেই বুঝলে সরে যাব। রাজনীতি করতেই হবে এরকম কোনও মানে নেই। এদল ওদল করার মানসিকতা আমার কোনওদিন ছিল না। থাকবেও না। আদর্শ নিয়ে করি। বিজেপির আদর্শ আমার আদর্শ নয়। বিজেপির নীতি আমার সঙ্গে মেলে না। ওরা কোন অধিকারে এসব আলোচনা করছে আমি জানিনা।’