কোয়ারেন্টাইন কাটিয়ে গতকালই মেলবোর্নে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন রোহিত। ভারতীয় ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে, রোহিত হোটেলে প্রবেশ করছেন আর হেড কোচ রবি শাস্ত্রী থেকে শুরু করে সতীর্থরা, সবাই স্বাগত জানাচ্ছেন ‘হিটম্যান’-কে। শাস্ত্রী তো বলে ওঠেন, ‘‘নিভৃতবাস কেমন ছিল, বন্ধু?’’ রোহিতের জবাব, ‘‘বয়সটা মনে হচ্ছে কমে গিয়েছে!’’
যারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, রোহিত কি সোজা সিডনি টেস্টের প্রথম একাদশে চলে আসবেন? মেলবোর্নে ভারতের জয়ের পরে এই প্রশ্ন করা হয়েছিল রবি শাস্ত্রীর কাছে। শাস্ত্রী বলেছিলেন, ‘‘রোহিতের সঙ্গে কথা বলে আমাদের দেখতে হবে ও শারীরিক ভাবে কী রকম অবস্থায় আছে। মনে রাখতে হবে, গত দু’সপ্তাহ ধরে রোহিত নিভৃতবাসে ছিল। সিদ্ধান্ত নেওয়ার আগে ওর মনোভাবটাও দেখতে হবে।’’
উল্লেখ্য, দেশের মাঠে টেস্টে ওপেন করতে নেমে সফল হয়েছিলেন রোহিত। এখানেও কি তা হলে তাঁকে ওপেন করতে দেখা যাবে? একটা মহলের বক্তব্য হল, ওপেনে নিজের জন্য জায়গা পাকা করে ফেলেছেন শুভমন গিল। কিন্তু মায়াঙ্ক আগরওয়াল চূড়ান্ত ব্যর্থ। সে ক্ষেত্রে মায়াঙ্ককে বসিয়ে রোহিতকে দিয়ে ওপেন করানো যায়। অন্য দলের মত, রোহিত অনেকটা সময় ক্রিকেটের বাইরে। আইপিএল ফাইনালের পরে আর মাঠে নামেননি। তা ছাড়া চোট সারিয়ে ফিরছেন তিনি। নতুন বলে অস্ট্রেলীয় পেসারদের সামনে রোহিতকে না ফেলে মাঝের দিকেই নামানো ভাল। সে ক্ষেত্রে কে এল রাহুলকে দিয়ে ওপেন করানো হোক, আর রোহিত আসুক হনুমা বিহারীর জায়গায়।