আগামী ১০ জানুয়ারি থেকে মুস্তাক আলি ট্রফি দিয়ে শুরু হচ্ছে ভারতের ঘরোয়া ক্রিকেট মরশুম। বাংলার গ্রুপের সব ম্যাচ হবে কলকাতায়। বায়ো বাবল পরিবেশে সব ম্যাচ আয়োজন করতে হবে। তার প্রস্তুতি দেখতেই ইডেনে হাজির সৌরভ।
বুধবার বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি-র বার্ষিক সাধারণ সভা ছিল। সেখানে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং যুগ্ম সচিব দেবব্রত দাসের সঙ্গে দেখা করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ। তাঁদের কাছে জানতে চান, মুস্তাক আলি ট্রফির ম্যাচ আয়োজনের জন্য কীভাবে তৈরি হচ্ছে সিএবি।
ঘরোয়া ক্রিকেট মরশুমে মুস্তাক আলি ট্রফি ছাড়া এবার আদৌ আর কোনও প্রতিযোগিতা হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এই বছর রঞ্জি ট্রফির ভবিষ্যতও অনিশ্চিত।