রেল লাইনের পাশে মিলল কর্ণাটকের বিধান পরিষদের ডেপুটি স্পিকার এস এল ধর্মে গৌড়ার দেহ৷ মৃতদেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে সুইসাইড নোটও৷ ফলে তিনি আত্মঘাতী হয়েছেন বলেই মনে করা হচ্ছে৷ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কর্ণাটকে৷
মধ্য কর্ণাটকের পাহাড়ি এলাকায় নিজের বাড়ির কাছেই সোমবার রাত দুটো নাগাদ উদ্ধার হয় জেডিএস নেতার দেহ৷ গৌড়ার বয়স হয়েছিল ৬৪ বছর৷ জনতা দল (সেক্যুলার)-এর সদস্য ছিলেন তিনি। কর্ণাটকের রাজনীতিতে খুব বেশি নামডাক ছিল না ধর্মে গৌড়ার৷ কিন্তু কয়েকদিন আগেই বেআইনি ভাবে বিধান পরিষদের অধিবেশন ডাকার অভিযোগে তাঁকে হেনস্থার অভিযোগ উঠেছিল কংগ্রেসের বিরুদ্ধে, এর পর থেকেই তিনি চর্চায় ছিলেন৷
ধর্মেগৌড়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেডিএস প্রধান ও প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া। তিনি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘ধর্মেগৌড়া একজন শান্ত, আপাতনিরীহ মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। শুধু রাজ্য রাজনীতি নয়, জাতীয় রাজনীতির ক্ষেত্রেও এটি অনেক বড় ক্ষতি।’ কর্নাটকের মুখ্যমন্ত্রীর দফতর থেকেও ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, ‘দুর্ভাগ্যজনক ঘটনা এটি। তাঁর পরিবার, আত্মীয়, বন্ধুদের প্রতি সমবেদনা রইল।’