নতুন আইন এনে ভিনধর্মে বিয়েকে অপরাধের তালিকাভুক্ত করতে বিজেপি-র উদ্যোগ ঘিরে বিহারে সরকার গঠনের মাত্র কয়েক মাসের মধ্যে বেসুরো বাজতে শুরু করেছে এনডিএ জোট।
জেডিইউ দলের সর্বভারতীয় একজিকিউটিভ বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিজেপি-র উদ্যোগ সম্পর্কে বিরক্তি উগরে দেন। সেই সঙ্গে অরুণাচল প্রদেশে ঘটনাতেও জোটসঙ্গীর প্রতি বিরূপ ভাব প্রকাশ করেন তিনি। বৈঠকে নীতীশ বলেন, ‘অনেকেই সমাজে ঘৃণা ছড়ানোর কাজ শুরু করেছেন।’ কারও নাম না বললেও তাঁর নিশানায় যে গেরুয়া শিবির, তা গোপন করেননি নীতীশ অনুগামীরা। বৈষম্য হঠাতে দলের কর্মী-নেতাদের সোশ্যাল মিডিয়ায় ঐক্যের বার্তা প্রচারের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পরে সাংবাদিক বৈঠকে জেডি(ইউ) সর্বভারতীয় প্রধান সম্পাদক কে সি ত্যাগি নীতীশের সুরেই বলেন, ‘সমাজকে খণ্ডিত করার চেষ্টা চলছে। তা অন্যায়।’ বর্ষীয়ান জেডিইউ নেতা বলেন, ‘ঘৃণার আবহ সৃষ্টি করে লাভ জিহাদের নামে বৈষম্যে ইন্ধন জোগানো হচ্ছে। জেডিইউ তা ভালো মনে করে না এবং এই তত্ত্ব সমর্থনও করে না।’
অরুণাচল প্রদেশে বিজেপি-র দল ভাঙানোর চেষ্টা নিয়েও সাফ আপত্তি জানিয়েচে নীতীশের দল। সম্প্রতি সে রাজ্যের ৬ জেডিইউ বিধায়ক বিজেপি-তে যোগ দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় ত্যাগি বলেন, ‘আমরা আহত। জোটের পক্ষে এ ভালো ইঙ্গিত নয়। ওদের উচিত অটল বিহারী বাজপেয়ীর নীতি অনুসরণ করা। ওঁদের মন্ত্রিসভার অন্তর্ভুক্ত না করে দলে অন্তর্ভুক্ত করা হল।’ তবে অরুণাচলের ঘটনা বিহারে জোটের উপরে কোনও প্রভাব ফেলবে না বলেও জানান ত্যাগি।