শরীরের রোগব্যধি-সহ বিভিন্ন বিষয়ে এখনও প্রত্যন্ত গ্রাম্য এলাকার মহিলারা অজ্ঞ। সেক্ষেত্রে তাঁদেরকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এবার সেই সমস্যার সমাধানেই প্রত্যেকটি পঞ্চায়েতে ‘উওম্যান’স কর্নার’ গড়ল পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা প্রশাসন। পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার কাশীপুর ব্লক দিয়ে এই কাজ শুরু হয়েছে। যে ‘উওম্যান’স কর্ণার’ থেকে মহিলাদের সমস্যার চটজলদি সমাধান হচ্ছে। এই কেন্দ্রগুলিতে থাকছেন স্বাস্থ্যকর্মীরা। তাঁদের পরামর্শ অনুযায়ী প্রয়োজন মতো মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ওষুধপত্রও। এর ব্যাপক সাফল্য দেখে ‘দুয়ারে সরকার’ প্রকল্পেও এই ক্যাম্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যান্য সমস্যা ছাড়াও কোনও মহিলা কোনওভাবে নির্যাতনের শিকার হলে তা এই কর্নারগুলিতে প্রাথমিকভাবে অভিযোগ জানালে এখান থেকেই সবরকম সাহায্য মিলছে। এই ‘উওম্যান’স কর্নার’-এ রয়েছে মাতৃদুগ্ধ পান কক্ষও। সবমিলিয়ে রঘুনাথপুর মহকুমার ‘উওম্যান’স কর্নার’ এখন নানা মহিলার সমস্যার মুশকিল আসান। রঘুনাথপুরের মহকুমাশাসক দিব্যা মুরুগেশন বলেন, “রঘুনাথপুর মহকুমার সব ব্লকেই আমরা ‘উওম্যান’স কর্ণার’ চালু করে দিতে পেরেছি। এখান থেকে আক্ষরিক অর্থেই মহিলারা সুবিধা পাচ্ছেন। আগামী দিনে এই কেন্দ্র থেকে আরও কী কী সুবিধা দিতে পারি সেই
পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।”
এদিকে, পঞ্চায়েতে পঞ্চায়েতে ‘উওম্যান’স কর্নার’ সাড়া ফেলায় কাশীপুর ব্লক প্রশাসন এক ধাপ এগিয়ে এই কেন্দ্রকে ‘দুয়ারে সরকার’-এর সঙ্গেও জুড়ে দিয়েছে। কাশীপুরের বিডিও শাশ্বতী দাস বলেন, “দুয়ারে সরকার কর্মসূচি যখন শুরু হয়, তখন আমাদের চোখে পড়ে, এই শিবিরে একাধিক সরকারি পরিষেবা ছাড়াও মহিলারা নানা সমস্যার কথা বলছেন। তারপরই আমরা ‘উওম্যান’স কর্নার’কে এই শিবিরের সঙ্গে জুড়ে দিই।”