কৃষক বিক্ষোভের বলি আর এক প্রাণ। এবার কৃষকদের পাশে থেকে মোদি সরকারের বিরোধিতায় আত্মঘাতী হলেন পাঞ্জাবের এক আইনজীবী। সুইসাইড নোটের প্রতি ছত্রে তিনি মোদীকে তীব্র আক্রমণ শানিয়েছেন। জানিয়েছেন যে কৃষকদের প্রতি মোদী সরকারের ‘অমানবিক’ পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে তিনি নিজের প্রাণ বিসর্জন দিলেন। নোটটি খতিয়ে দেখছে পুলিশ। এর আগে দিল্লীর কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন ৩ জন কৃষকই। এই প্রথম অন্য পেশার কোনও ব্যক্তি আন্দোলনের সমর্থনে এভাবে প্রাণ দিলেন।
জানা গিয়েছে, দিল্লীর টিকরি সীমানায়, যেখানে কৃষকরা অবস্থান বিক্ষোভ করছেন, সেখানে বিষ খেয়ে আত্মঘাতী হন অমরজিৎ সিং নামে ওই আইনজীবী। তিনি জালালাবাদের বাসিন্দা। তাঁর সুইসাইড নোটটি আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে লেখা এক চিঠি। চিঠির শুরুতেই মোদীকে স্বৈরাচারী হিসেবে তকমা দিয়েছেন অমরজিৎ। তারপর লিখেছেন, ‘অনেক দুঃখের সঙ্গে বলছি, আপনি আদানি এবং আম্বানির মতো স্পেশ্যালদের প্রধানমন্ত্রী। কিন্তু কৃষক এবং শ্রমিকরা প্রতারিত হচ্ছেন। পুঁজিপতিদের পেট ভরাতে গিয়ে সাধারণ মানুষ এবং কৃষির সর্বনাশ করছেন আপনি। সামাজিকভাবে জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আপনি।’
পুলিশ সূত্রে খবর, রবিবার টিকরি সীমানায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলে অমরজিৎ সিংকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা বাঁচাতে পারেননি। মৃত বলে ঘোষণা করেন। তাঁর লেখা সুইসাইড নোটটি উদ্ধার করে পুলিশ জানিয়েছে, তা ১৮ তারিখ লেখা। অর্থাৎ সেদিন থেকেই তিনি নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। পুলিশ জানিয়েছে, অমরজিতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁদের হাতেই দেহ তুলে দেওয়া হবে।