বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গেই জোট বেঁধে লড়াই করবে কংগ্রেস৷ বৃহস্পতিবার এই সিদ্ধান্তে সীলমোহর দিল কংগ্রেস হাইকম্যান্ড৷ সূত্রের খবর, খুব শিগগিরই আসন রফা নিয়ে দু’ পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে৷
আগামী বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াই করার বিষয়ে অনেক দিন আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যস্তরের বাম ও কংগ্রেস নেতারা৷ একসঙ্গেই কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে সামিল হচ্ছিলেন তাঁরা৷ এ বার সেই সিদ্ধান্তে সীলমোহর দিলে কংগ্রেস হাইকম্যান্ড৷
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও দুই দলের রাজ্য নেতারা জোট গঠনের চেষ্টা করেছিলেন৷ শেষ পর্যন্ত অবশ্য আনুষ্ঠানিক ভাবে জোট হয়নি৷ তবে বাম-কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়েছিল৷
বর্তমান প্রেক্ষিতে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপি-কেই এ রাজ্যে মূল শক্তি হিসেবে ধরা হচ্ছে৷ রাজ্যে ক্রমশ ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে বাম-কংগ্রেস৷ এই পরিস্থিতিতে দুই প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জোট বাঁধা ছাড়া দুই তরফেই অন্য কোনও পথ খোলা ছিল না৷ সেটা কংগ্রেসের কেন্দ্রীয় নেতারাও বুঝতে পেরেছেন৷