বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণই জানানো হয়নি। তাই বৃহস্পতিবার বিশ্বভারতীর শতবর্ষ উদযাপনের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তৃতা দিলেও অনুষ্ঠানে দেখা যায়নি রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এ নিয়ে নিজেও ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা।
এদিন সকালেই সাংবাদিক বৈঠক করে তৃণমূল মুখপাত্র ব্রাত্য বসু দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বভারতীর শতবর্ষ উদযাপনে আমন্ত্রণই জানানো হয়নি। তাঁকে অপমান করা হয়েছে। পরে দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, ‘কবে ডাকল, কখন ডাকল? বিজেপি যা বলবে শুনতে হবে? আমার তো একটা অফিস রয়েছে।’ তিনি স্পষ্ট জানান, ‘আমি কোনও আমন্ত্রণ পাইনি। না পেয়েছি চিঠি, না পেয়েছি ফোন।’
মমতা জানান, আমি ২৮ তারিখ বোলপুরে যাচ্ছি। সে দিন আমার সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিল(পড়ুন বিশ্বভারতীর উপাচার্য)। কিন্তু মাত্র দেড় দিনের জন্য যাচ্ছি, তার মধ্যে পাঁচটা প্রোগ্রাম রয়েছে। আমি সময় দিতে পারিনি। এখানেই না থেমে মমতা আরও বলেন, ওনারা পছন্দ করেন না। যখন দরকার ছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন এসেছিলেন, তখন আমন্ত্রণ জানানো হয়েছিল। এদিনের অনুষ্ঠানকে বিজেপির অনুষ্ঠান বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।