রুশ প্রতিষেধক স্পুটনিক ভি (Sputnik V) এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা হচ্ছে বাংলার আরও একটি হাসপাতালে। উত্তর ২৪ পরগনার সাগর দত্ত হাসপাতালে সম্ভবত রুশ ভ্যাকসিনের ট্রায়াল শুরু করা হবে খুব শীঘ্রই। সূত্র অনুযায়ী, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু করা হবে ট্রায়াল। এর আগে, প্রথম রুশ ভ্যাকসিনের ট্রায়াল শুরু করার ছাড়পত্র পায় কলকাতার পিয়ারলেস হাসপাতাল।
এদিন সাগর দত্ত হাসপাতাল সূত্রে খবর মিলেছে যে, ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য ছাড়পত্র দিয়েছে টেকনিক্যাল অ্যাডভাইসরি কমিটি। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ‘”এথিক্স কমিটির সবুজসংকেত মিললেই ট্রায়াল শুরু হবে। এথিক্স কমিটির পরবর্তী বৈঠক ৯ই জানুয়ারি।”
প্রসঙ্গত, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার সংশোধিত প্রোটোকল অনুযায়ী তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ১০০ জন স্বেচ্ছাসেবক অংশ নিতে পারবেন। তাঁদের মধ্যে ৭৫ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। বাকি ২৫ জনকে প্লাসিবো দেওয়া হবে। সাগর দত্ত হাসপাতালে প্রায় ১২ জন স্বেচ্ছাসেবক ট্রায়ালে অংশ নিতে পারেন। এছাড়া টিকাকরণের জন্য ডাক্তার, গ্রুপ-ডি কর্মী-সহ ১০ হাজার কর্মীর নাম নথিভুক্ত করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। সূত্রের খবর, ইতিমধ্যেই ৮ হাজার নাম স্বাস্থ্য দফতরে পাঠানো হয়েছে। পরে ওই তালিকায় যোগ করা হয়েছে আরও ২ হাজার নাম।