সেই অক্টোবরের শুরু থেকে দেশে নামতে শুরু করেছে দেশে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ। সম্প্রতি তা ৩০ হাজারের নিচেই ঘোরাফেরা করছে। তবে এরই মধ্যে গতকাল দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গিয়েছে। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬ হাজার ৬২৪ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩১ হাজার ২২৩।
এদিকে, ভারতে এখনও অবধি ১ লক্ষ ৪৫ হাজার ৪৭৭ জনের প্রাণ কেড়েছে করোনা। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৪১ জন। যদিও ভারতে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হারটা বেশ স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৯৬০ জন। এর ফলে মোট ৯৫ লক্ষ ৮০ হাজার ৪০২ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। এই মুহূর্তে দেশের সার্বিক সুস্থতার হার প্রায় ৯৫.৪৬ শতাংশ। এবং দেশের মোট অ্যাকটিভ কেস ৩ লক্ষ ৫ হাজার ৩৪৪ জন।