এই দেবীপক্ষে অপুষ্টির অসুরকে বধ করতে নতুন উদ্যোগ নিল রাজ্য। এবার অপুষ্টিতে ভোগা মা ও শিশুর খাবারের দায়িত্ব নেবে খাদ্য দফতর। নারী শিশু ও সমাজকল্যাণ দফতরের সহযোগিতায় এই প্রকল্প হাতে নিয়েছে খাদ্য দফতর। জানা গেছে, আপাতত ১০ হাজার মা ও শিশুকে বেছে নেওয়া হয়েছে।
বুধবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে খাদ্য দফতর আয়োজিত এক অনুষ্ঠানে মায়েদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেন রাজ্যের খাদ্য সরবরাহ ও প্রক্রিয়াকরণ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ রায়, সাধন পান্ডে, সুব্রত মুখোপাধ্যায় প্রমুখ।
মন্ত্রী জানান, ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। কিন্তু সেসময় পুজোর ছুটি চলবে। তাই আজই আমরা এই দিনটি পালন করছি। অন্যান্য বছর দিনটি বড় করে পালন করা হয়। কিন্তু এবছর আমরা সেই খরচ কমিয়ে, মা ও শিশুকে পুষ্টিকর খাদ্য দেওয়ার ব্যবস্থা করেছি। ১০ হাজার মা ও শিশুকে দেওয়া হবে পুষ্টিকর খাদ্য। মাথাপিছু ২ কেজি আটা, ২ কেজি ডাল, ৫ কেজি চাল, ১ কেজি সোয়াবিন।
দফতর সূত্রে খবর, স্বাস্থ্য দফতর থেকে অপুষ্টিজনিত সমস্যায় আক্রান্ত মা ও শিশুর তালিকা দিয়ে দেওয়া হবে। তালিকায় থাকা সকলকেই ১ বছরের জন্য একটি কুপন দেওয়া হবে। সেই কুপন দেখিয়ে মায়েরা ওই রেশন পেয়ে যাবেন।
জানা গেছে, এবারের পুজো প্যাকেজে থাকছে ময়দা, তেল, চিনি। বাজারের থেকে ২৫% কমদামে পাওয়া যাবে সেসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গর্ভবতীদেরও পুষ্টিকর খাবার দেওয়ার পরিকল্পনা করছে খাদ্য দফতর।