কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর উপলক্ষে পথে নেমে বিক্ষোভ তৃণমূলের। বিক্ষোভে প্রেসিডেন্সির পড়ুয়ারাও।
আমহার্স্ট স্ট্রিট থানায় ডেপুটেশন জমা দেন তাঁরা। থানার সামনে অমিত শাহের কুশপুতুলও পোড়ান। অন্যদিকে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখান প্রেসিডেন্সির পড়ুয়ারা।
কলকাতায় সুকিয়া স্ট্রিট মোড়ে পথ অবরোধ করে তৃণমূল। বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন কুণাল ঘোষ, স্মিতা বক্সী প্রমুখ। শনিবার উত্তর কলকাতায় যখন বিবেকানন্দর বাড়িতে অমিত শাহ, তখন সেই উত্তর কলকাতারই সুকিয়া স্ট্রিটে পথ অবরোধ করে তৃণমূল। সেই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন কুণাল ঘোষ, স্মিতা বক্সীর মতো তৃণমূল নেতারা। একইসঙ্গে পোড়ানো হয় অমিত শাহের কুশপুতুলও। অপরদিকে, কলেজ স্ট্রিটে অমিত শাহের উদ্দেশে কালো পতাকা দেখান প্রেসিডেন্সির পড়ুয়ারা। সেখানেও পোড়ানো হয় কুশপুতুল।