‘অবাস্তব জেনেও ‘বড় বড়’ প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি’। না কোনও বিরোধী নেতা নয়, এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী ও বিজেপি’র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি নীতিন গাডকারি। মন্ত্রীর এমন মন্তব্যে বেজায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। দেশ জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
এর আগেও নীতিন গাডকারি প্রকাশ্যে দাবি করেছিলেন, মোদীই তাঁকে বলেছেন ‘অচ্ছে দিন’ এখন তাঁর গলার কাঁটা হয়ে গেছে। তারপর ‘দেশে চাকরি নেই’ মন্তব্য করেও সরকারকে বিপাকে ফেলেছিলেন তিনি। এবার তাঁর আরও বিস্ফোরক মন্তব্যে বেজায় বিপাকে পড়েছে কেন্দ্রের শাসক দল।
সম্প্রতি একটি সাক্ষাৎকার ভিডিও ভাইরাল হয়েছে গাডকারির। তাতে তিনি স্বীকার করেন, নির্বাচনের আগে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। তিনি খোলসা করেছেন, কেন ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে অবাস্তব জেনেও বিজেপি ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী ‘বড় বড়’ প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভিডিওটি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী শেয়ারও করেছেন। কেন্দ্রীয় মন্ত্রীর এমন মন্তব্য লুফে নিয়েছে বিরোধীরা।
ওই সাক্ষাৎকার ভিডিও-তে বলিউড অভিনেতা নানা পাটেকরের সামনে গাডকারিকে বলতে শোনা যাচ্ছে, ‘আমরা খুব ভাল করেই জানতাম কখনওই ক্ষমতায় আসতে পারব না। এইজন্য আমাদের বড় বড় প্রতিশ্রুতি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এখন যখন আমরা সরকারে আছি, জনগণ আমাদের সেইসব প্রতিশ্রুতির কথা মনে করাচ্ছে। যদিও আমরা এখন সেসব শুনে হেসে এড়িয়ে যাই’। রাহুল গান্ধী গাডকারির ভিডিও শেয়ার করে টুইটারে লিখেছেন, ‘একেবারে ঠিক বলেছেন। জনতাও এটাই ভাবছে। মানুষের স্বপ্ন ও তাদের ভরসাকে আপনারা লোভের শিকার করেছেন’।
বিজেপি’র তরফে প্রকাশ্যে কেউ কিছু না বললেও দলের একাধিক নেতা ঘনিষ্ঠ মহলে স্বীকার করেছেন, ‘উনি স্পষ্ট কথা বলেন ঠিকই। কিন্তু, তাই বলে এই ধরনের মন্তব্য করা ওঁর উচিত হয়নি। দলের বড় ক্ষতি হয়ে গেল’।