রাজস্থানের পুরভোটে ধাক্কা খেল বিজেপি। আসন সংখ্যার বিচারে তৃতীয় স্থানে চলে গেল নরেন্দ্র মোদী-অমিত শাহের দল। সবচেয়ে বেশি আসন পেয়ে প্রথম স্থানে কংগ্রেস। দ্বিতীয় স্থানে নির্দল প্রার্থীরা। এখনও বোর্ড গঠন বাকি। তবু এই ফলাফলে উচ্ছ্বসিত কংগ্রেস নেতৃত্ব।
মোট ১২টি জেলায় ৫০টি পুরবোর্ডের নির্বাচন হয়েছিল রাজস্থানে। যার ফল প্রকাশিত হয় রবিবার। ১৭৭৫টি আসনের মধ্যে ১৭৭৪টি আসনের ফল ঘোষিত হয়েছে। তার মধ্যে কংগ্রেস পেয়েছে ৬২০টি, নির্দল প্রার্থীরা পেয়েছেন ৫৯৫টি ও বিজেপি পেয়েছে ৫৪৮টি আসন। এই তিন পক্ষ ছাড়াও ভোটের ফলে দেখা গিয়েছে, বিএসপি পেয়েছে সাতটি আসন, দুটি করে আসন জিতেছে সিপিআই ও সিপিএম, একটি আসন জিতেছে আরএলপি। ফলাফল দেখেই স্পষ্ট, বোর্ড গঠনের ক্ষেত্রে নির্দল প্রার্থীরাই ‘কিং মেকার’ হতে চলেছেন।
রাজস্থান প্রদেশ কংগ্রেসের সভাপতি গোবিন্দসিংহ দোতাসরার দাবি, ৫০টি পুরসভার মধ্যে ৪১টি-তে বোর্ড গঠন করবে কংগ্রেস। বলেছেন, ‘কৌশল অনুসারে কংগ্রেস বেশ কয়েকটি আসনে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিল। সেগুলিতে জয় পেয়েছেন তাঁরা। শেষ বার ৩৪টি পুরসভায় বোর্ড তৈরি করেছিল বিজেপি, এবার সেই সংখ্যাটা এসে দাঁড়াবে ৯-এ।’
ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পরেই টুইট করে কংগ্রেস কর্মী সমর্থক ও রাজস্থানবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। লিখেছেন, ‘রাজস্থানবাসীদের ধন্যবাদ জানাই। কারণ তাঁরা কংগ্রেসকে সমর্থন করেছেন। শুভেচ্ছা জানাই কংগ্রেস কর্মীদের, যাঁরা লড়াই করে এই নির্বাচনে জয় পেয়েছেন।’