উনিশের লোকসভা নির্বাচনের সময় থেকেই একাধিক বিতর্কিত মন্তব্যের জন্য বারবার শিরোনামে এসেছেন তিনি।নির্বাচনী প্রচারে ক্রমাগত সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করার জন্য কমিশনের কোপের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। এবার ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি সাংসদ তথা মালেগাঁও বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুর। এবার মধ্যপ্রদেশের সেহোরে ক্ষত্রিয় মহাসভায় গিয়ে সমাজের বর্ণ বৈষম্যের কথা তুলে দলিতদের নিশানা করলেন তিনি। ভোপালের সাংসদের প্রশ্ন, ‘শূদ্রদের শূদ্র বললে কেন তাঁদের খারাপ লাগে?’
প্রজ্ঞা বলেন, ‘ক্ষত্রিয়দের ক্ষত্রিয় বল, খারাপ ভাবেন না। ব্রাহ্মণদের ব্রাহ্মণ বল, খারাপ ভাবেন না। বৈশ্যকে বৈশ্য বল, খারাপ ভাবেন না। কিন্তু শূদ্রদের শূদ্র বললে তাঁরা খারাপ ভাবেন। কারণ কী? কারণ তাঁরা বোঝেন না। কারণ সমাজের বঞ্চনা।’ প্রজ্ঞার এই বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা নিয়ে বইছে নিন্দার ঝড়। কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভকারী কৃষকদের দেশ বিরোধী বলেো তোপ দাগেন বিজেপি সাংসদ। কৃষক আন্দোলন কংগ্রেস ও বাম দলগুলোর হাতে চলে গিয়েছে বলেও দাবি তাঁর। কোনও কিছু না বুঝেই কৃষকরা আন্দোলন করছেন বলে জানান প্রজ্ঞা। দেশ বিরোধীদের ‘দাওয়াই’ দিতে জন্ম নিয়ন্ত্রণ আইন লাগুরও দাবি তোলেন বিজেপি সাংসদ।