প্রথম টেস্টে উইকেটরক্ষক হিসেবে ভারতীয় দলে কে সুযোগ পাবেন, তা নিয়ে কৌতূহল ক্রিকেট মহলে। লড়াইটা ঋদ্ধিমান সাহার সঙ্গে সরাসরি ঋষভ পন্থের। অবশ্য এই প্রসঙ্গকে বড় করে দেখতে নারাজ ভারতের মিডল-অর্ডার ব্যাটসম্যান হনুমা বিহারি। বরং তাঁর মতে, সহ-খেলোয়াড়দের মধ্যে এমন স্বাস্থ্যকর লড়াই দলকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে নামার জন্য তিনি নিজেও প্রস্তুত।
গোলাপি বলে মাত্র একটি দিন-রাতের ম্যাচ খেলেছে ভারত। তাই গোলাপি বলের চেয়েও লাল বলেই খেলতে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন ভারতীয় ব্যাটসম্যানরা। তবে হনুমার মুখে শোনা গেল গোলাপি বলের তারিফ। ডানহাতি তরুণ ব্যাটসম্যানটির কথায়, ‘গোলাপি বলে পেস ও বাউন্স ভালো হয়। বেশি চকচকে হওয়ার কারণে এই বল সহজেই ব্যাটে আসে। আমরা এই বলের সঙ্গে ক্রমশ মানিয়ে উঠেছি। প্র্যাকটিসও খুব ভালো হয়েছে। প্রথম ম্যাচে মাঠে নামার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’ উল্লেখ্য, গোলাপি বলে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দুরন্ত শতরান করেছেন হনুমা।
গোলাপি বলে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দুরন্ত শতরান করেছেন হনুমা। অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেছেন তিনি। এর ফলে অনেকটাই বেড়ে গিয়েছে তাঁর আত্মবিশ্বাস। প্রথম একাদশে হনুমার থাকাও কার্যত নিশ্চিত। সুযোগ কাজে লাগাতে বদ্ধপরিকর তিনি। হনুমা বলেছেন, ‘২০১৮ সালে যখন অস্ট্রেলিয়া সফরে এসেছিলাম, তখন আমার কাছে সেটা দারুণ চ্যালেঞ্জের বিষয় ছিল। এখন আমি অনেকটাই পরিণত। ম্যাচে নামার আগে নির্দিষ্ট গেমপ্ল্যান করেই মাঠে নামি। তবে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। দলের আস্থার প্রতিদানও দেওয়ার জন্য মুখিয়ে থাকব।’