শহরে পা রাখতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়ির সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল। এদিন হেস্টিংসে জেপি নাড্ডা গাড়ি থেকে নামতেই কালো পতাকা ও পোস্টার নিয়ে বিক্ষোভ শুরু করেন বেশ কিছু তৃণমূল কর্মী। মুহূর্তের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। নাড্ডার নিরপত্তারক্ষীরা সরিয়ে দিতে থাকেন তৃণমূল কর্মীদের।
বিক্ষোভকারীদের দাবি, কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে তাঁরা এই বিক্ষোভ চালাচ্ছেন। এই কৃষি আইনের ফলে দেশজুড়ে আমাদের অন্নদাতা কৃষকরা সমস্যায় পড়েছেন। তাই জেপি নাড্ডার কাছে এই আইন তুলে দেওয়ার জন্য আবেদন জানাতে এসেছেন তাঁরা। এদিন উপস্থিত বিজেপি কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তিও চলে সেই বিক্ষোভকারীদের।
উল্লেখ্য, ২ দিনের সফরে আজ রাজ্য এসেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দু’দিনের সফরে সাংগঠনিক কাজের পাশাপাশি দলের প্রচারও বাড়ি বাড়ি গিয়ে করার কথা রয়েছে তাঁর। বাংলায় বিজেপির ৯টি পার্টি অফিস ও নির্বাচনী অফিস ভার্চুয়াল উদ্বোধন করবেন তিনি। দুপুর ৩ থেকে ৪ টের মধ্যে নাড্ডা ভবানীপুরে যাবেন, সেখানে দলীয় ক্যাম্পেনের প্রচার সেরে কালীঘাট মন্দিরে যাবেন। আগামীকাল, অর্থাৎ ১০ ডিসেম্বর, বিকেল ৪টে থেকে সাড়ে ৪টে, ডায়মন্ড হারবারে রেডিও স্টেশন মাঠে সাংবাদিক সম্মেলন করবেন।