এদিন সকালে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকদের পরামর্শে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, বুদ্ধবাবুর অসুস্থতার খবর শুনে উদ্বিগ্ন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই তাঁর আরোগ্য কামনা করে টুইট বার্তা দিয়েছেন তিনি। মমতা লিখেছেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার কথা শুনেছি। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।”
উল্লেখ্য, ভোটের ময়দানে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে যতই দূরত্ব থাকুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, ব্যক্তিগত জীবনে বুদ্ধবাবুকে বরাবরই ভীষণ শ্রদ্ধা করেন মমতা৷ ৩ বছর আগে বুদ্ধবাবুকে দেখতে সরাসরি তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো৷ সেইসময় তাঁর বাড়িতে গিয়ে বুদ্ধবাবুর শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। কথা বলেন পরিবারের লোকের সঙ্গে। দিয়েছিলেন পাশে থাকার আশ্বাসও।
রাজনীতির ময়দানে তাঁরা চিরপ্রতিদ্বন্দ্বী। নিজেদের রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী এখনও তাঁরা চরম বিরোধী। কিন্তু মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত সৌজন্য বোধকে সব সময়ই রাজনীতি থেকে আলাদা রাখেন৷ বুদ্ধবাবুর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা আরও একবার বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী৷ এদিকে, শেষ পাওয়া খবর অনুযায়ী, হাসপাতালে বুদ্ধবাবুর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।