টানা ২ সপ্তাহ ধরে দিল্লী সীমান্তে জারি রয়েছে কৃষক ‘বিদ্রোহ’। অবশেষে সেই ক্ষোভের আগুন নেভাতে বিতর্কিত কৃষি আইন সংশোধনীর প্রস্তাব দিল কেন্দ্রের মোদী সরকার। আজ সকালে পাঁচটি প্রস্তাব লিখিত আকারে কৃষকদের পাঠানো হয়েছে বলে খবর। সেই প্রস্তাব নিয়েই আলোচনায় বসছেন কৃষকরা।
কী বলা হয়েছে সেই প্রস্তাবে? সূত্রের খবর, বিক্ষুব্ধ কৃষকদের ক্ষোভ মেটাতে পাঁচ দফা প্রস্তাব রেখেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। এক, ন্যূনতম সহায়ক মূল্য বাতিল করা হবে না। কেন্দ্র এই নিয়ম মেনে কৃষকদের কাছ থেকে ফসল কিনবে। দুই, কৃষিমান্ডি আরও উন্নত ও মজবুত করা হবে। তিন, কৃষকদের কাছ থেকে ফসল কিনতে হলে ব্যবসায়ীদের নাম নথিভুক্ত করতে হবে। চার, চুক্তিভিত্তিক চাষের ক্ষেত্রে সমস্যা হলে সাধারণ আদালতে যেতে পারবেন চাষিরা। পাঁচ, ফসলের আগাছা জ্বালানোর সম্পর্কিত কঠোর আইনে পরিবর্তনের আশ্বাস দেওয়া হয়েছে।
কেন্দ্র সরকারের এই নয়া প্রস্তাবগুলি নিয়ে আলোচনায় বসেছে কৃষক সংগঠনের প্রতিনিধিরা। তবে তাঁদের সাফ কথা, “কেন্দ্রের প্রস্তাব আমরা আলোচনা করে দেখতে পারি। কিন্তু এই কৃষি আইন প্রত্যাহার করতেই হবে। নয়তো আন্দোলন চলবেই।” তাঁদের আরও দাবি, “কেন্দ্র সরকার আইন প্রত্যাহার করছে না। এটা কৃষকদের সম্মানের বিষয়। তাই নিজেদের অবস্থান থেকে একচুলও সরব না আমরা।”