সেনা ও পুলিশের সঙ্গে জঙ্গীদের বুলেটের লড়াইয়ে কেঁপে উঠল পুলওয়ামা। বুধবার ভোরবেলা থেকে শুরু হয় এই গুলির লড়াই। জম্মু ও কাশ্মীর পুলিশের তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে যে, গুলিতে নিহত হয়েছে দুই সন্ত্রাসবাদী। তবে এদের পরিচয় এখনও জানা যায়নি।
বুধবার ভোররাতে পুলওয়ামার তিকেন অঞ্চলে অপারেশন চালায় যৌথবাহিনী। এলাকায় দু-তিনজন জেহাদির আত্মগোপনের খবর ছিল। সেই খবরের উপরই ভিত্তি করে গ্রামটি ঘিরে ফেলে কাশ্মীর পুলিশ, সেনা ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা। শুরু হয় তল্লাশি অভিযান। ভোরের আলো ফোটার আগেই গুলির লড়াই শুরু হয়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেতেই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে জেহাদিরা। জওয়ানদের লক্ষ্য করে লাগাতার গুলি ছুঁড়তে থাকে। পাল্টা জবাব দেয় বাহিনীও। গুলির লড়াই চলাকালীন এক জখম হন এক গ্রামবাসীও। সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আঘাত গুরুতর নয় বলেই খবর। এদিকে গুলির লড়াই শেষে এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে যৌথবাহিনী। সেই সময় উদ্ধার হয় দুই জেহাদির দেহ। তবে তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। আগ্নেয়াস্ত্রও মিলেছে বলে খবর। তবে এখনও গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। চলছে তল্লাশিও। এলাকার ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার রাতে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে পরপর তিনটি অভিযান চালায় যৌথবাহিনী। এর মধ্যে দুটি অভিযান চালানো হয় উত্তর কাশ্মীরেও। তবে সেখানে কোনও সন্ত্রাসবাদীর হদিশ মেলেনি। তৃতীয় অভিযানে দুই অজ্ঞাতপরিচয় জঙ্গিকে খতম করেছে যৌথবাহিনী। ডিডিসিএ-র নির্বাচন চালকালীন এই ঘটনা নিসন্দেহে তাৎপর্যপূর্ণ। যৌথবাহিনী এখনও জারি রেখেছে লড়াই।