২ দিন আগে নদীয়ার একটি প্রশাসনিক সভায় সাংবাদিকদের “দু’পয়সার প্রেস” বলে অপমান করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর এই বক্তব্যে নিন্দার ঝড় বইছে সমস্ত মহলে। তার পরও স্বাভাবিক উপায়ে ক্ষমা না চেয়ে টুইট করে ব্যঙ্গ করার অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে। কিন্তুতাঁর পাশে দাঁড়ায়নি দল। এদিন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বা সাংসদ নুসরত জাহানও মহুয়ার এই বক্তব্যকে ‘ব্যক্তিগত’ বলে অভিহিত করেছেন। আর এবার মঙ্গলবারের এক জনসভা থেকে সংবাদমাধ্যমের প্রতি শ্রদ্ধা উজাড় করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোন খবর যাবে আর কোন খবর যাবে না, এমন নির্দেশ বিজেপির তরফ থেকে বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া হয় বলে জানিয়ে রানিগঞ্জের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রেস, মিডিয়ার একটা ইজ্জত আছে। যেটা সত্য সেটা বলবেন। প্রেস, মিডিয়া আমাকে অনেক সাহায্য করে থাকে। কার কোথায় কী প্রয়োজন তা সব সময় তুলে ধরে সংবাদমাধ্যম। তা জানতে পেরেই সে সব আমরা ডিএম, এসপিদের বলি।” এভাবেই কারও নাম না করে দলনেত্রী স্পষ্ট করে দিলেন, সাংসদের বিতর্কিত বক্তব্যকে তিনি এবং দল একদমই সমর্থন করে না।
এছাড়াও, এদিন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান এ ব্যাপারে বলেন, “সংবাদমাধ্যমের উদ্দেশ্যে ওঁর ওই মন্তব্য দুর্ভাগ্যজনক। মিডিয়া হল গণতন্ত্রের একটি শক্ত স্তম্ভ। ঝড়, বৃষ্টি, কোভিড- সব রুখে আমাদের বাংলার প্রেস বন্ধুরা মানুষের কাছে সঠিক খবর পৌঁছে দেওয়ার কাজ করেন এবং বিনোদনেরও কাজ করেন। কাউকে কোনওভাবে ছোট করা একদমই উচিত নয়।”