রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করল যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার৷ করোনা ভাইরাস মহামারী আইন ভাঙার অপরাধে অখিলেশ যাদব-সহ সপার ২৮ জন নেতার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে৷
গতকাল রাতেই লখনউ পুলিশের তরফে এই মামলা দায়ের করা হয়েছে৷ প্রসঙ্গত, গতকাল কৃষক আন্দোলনের সমর্থনে যোগীরাজ্যের কনৌজে কিষাণ যাত্রার নেতৃত্ব দিচ্ছিলেন অখিলেশ যাদব৷ করোনা মহামারীর কারণে অখিলেশ-সহ সমাজবাদী পার্টির বহু নেতা কর্মীকে লখনউয়ের ইকো গার্ডেনে আটকে রাখে পুলিশ৷
সেখানে প্রায় ৫ ঘণ্টা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটকে রাখা হয়৷ মহামারী আইন ভেঙে জমায়েত করার কারণে অখিলেশ সহ অন্যান্যদের বিরুদ্ধে এই পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে৷ অন্যদিকে, গতকাল অখিলেশ যাদবকে আটক করার খবর ছড়িয়ে পড়তেই লখনউয়ের বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সঙ্ঘর্ষে জড়িয়ে পড়েন সমাজবাদী পার্টির কর্মীরা৷
সোমবার কনৌজ জেলায় কিষাণ যাত্রা কর্মসূচি ছিল অখিলেশের। কিন্তু তাঁর যাত্রার আগেই তাঁর বাড়ির সামনের রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। প্রশাসনের তরফে জানানো হয়, অখিলেশের কিষাণ যাত্রার অনুমতি প্রশাসনের তরফে দেওয়া হয়নি। তবে তাও দলীয় সমর্থকদের নিয়ে যাত্রা শুরু করলে অখিলেশকে আটক করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। পরে বাধ্য হয়ে সমর্থকদের নিয়ে নিজের বাড়ির সামনেই ধর্নায় বসেন উত্তরপ্রদেশের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী।