তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লী সীমানা লাগোয়া এলাকায় আন্দোলনে নেমেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকরা। দু’বার সরকার পক্ষের সঙ্গে কৃষকদের বৈঠকে কোনও রফা মেলেনি। আর তার জেরেই আজ, মঙ্গলবার ভারত বনধ ডেকেছেন কৃষক সংগঠনগুলি। যা সমর্থন করেছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধিতায় পথে নামল তাঁর দল। তৃণমূল নেত্রী সোমবারই ধর্না কর্মসূচীর কথা ঘোষণা করেছিলেন।
আজ থেকে গান্ধী মূর্তির পাদদেশে শুরু হল তৃণমূলের সেই কর্মসূচী। তৃণমূলের কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের উদ্যোগে এই কর্মসূচী পালন হচ্ছে। ৮ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর, টানা তিনদিনের কর্মসূচী রয়েছে। শেষদিন ১০ তারিখ বিকেলে এই কর্মসূচীতে যোগ দিতে আসবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মঞ্চের সামনে ঝুড়ি করে বিভিন্ন সবজি রেখে প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে মাটিতে ধান ছড়িয়ে লেখা হয়েছে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চলবে। রাখা হয়েছে একটি কোদালও।