দেশজুড়ে কৃষক আন্দোলন নিয়ে পাঞ্জাবের কৃষকদেরই কাঠগড়ায় তুললেন দিলীপ ঘোষ। তাঁর মত, মোদী সরকারের কৃষি আইন আসলে পাঞ্জাবের এক বিশেষ রাজনৈতিক দলের স্বার্থে আঘাত করেছে, তাই কৃষকদের দিল্লীর পথে আন্দোলন করতে পাঠানো হয়েছে। শুক্রবার হুগলীর চাঁপদানির এক সভায় এমনই মন্তব্য করে বসলেন বিজেপি রাজ্য সভাপতি।
এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘পাঞ্জাবের কিছু কৃষক দিল্লীতে গিয়ে ‘উৎপাত’ করছে।
পাঞ্জাবের একটা বড় দল এনডিএ ছেড়ে গেছে, কারণ, তার মালিকরা কৃষি দ্রব্যের ব্যবসা করে। তাদের ক্ষতি হচ্ছে বলে কৃষি বিলের বিরোধিতা করা হচ্ছে।’ অর্থাৎ দিলীপ ঘোষের আক্রমণের নিশানায় শিরোমনি অকালি দলের বাদল পরিবার, তা স্পষ্ট।
কেন্দ্রের নতুন কৃষি আইন প্রত্যাহার নিয়ে কৃষকদের প্রতিবাদ যত বাড়ছে, ততই আইনের সমর্থনে সুর চড়াচ্ছে গেরুয়া শিবিরও। এ রাজ্যে আবার মুখ্যমন্ত্রী নিজে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন একাধিকবার। শুধু তাইই নয়, নিজেদের সমর্থন পৌঁছে দিতে তিনি শুক্রবার দলের রাজ্যভার সাংসদ ডেরেক ও ‘ব্রায়েনকে পাঠান হরিয়ানা-দিল্লির সিংঘু সীমানায়। নিজে ডেরেককে ফোন করে কৃষকদের সঙ্গে কথা বলেন। সিঙ্গুরের কৃষক আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল সুপ্রিমো।