রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তুলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্পের আশ্রয় নিতে চেয়েছিল বিজেপি। কিন্তু তার আগেই হাতেনাতে ধরা পড়ে গেল তাদের ‘জোচ্চুরি’। যার ফলে ফের বিড়ম্বনায় পড়তে হল গেরুয়া শিবিরকে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর ঘোষিত কর্মসূচী স্বাস্থ্য সাথী প্রকল্প। কিন্তু শুক্রবার সকাল থেকেই হাওড়া ময়দান চত্বরে অক্ষয় শিক্ষায়তন স্কুলের সামনে তাঁবু খাটিয়ে বসে সেই স্বাস্থ্য সাথী প্রকল্পের ফর্ম বিলি করতে শুরু করেন বিজেপি কর্মীরা। ২৫ ফুট দূরেই শিবির করে তখন ওই একই প্রকল্পের ফর্ম বিলি করছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রীর প্রকল্প নিয়ে বিজেপি রাস্তায় নামায় তাঁদের বক্তব্য, ‘দিদির মাস্টার স্ট্রোকে কাহিল হয়ে পড়েছে বিজেপি কর্মীরা। তাই তাঁরা পথে নামতে বাধ্য হয়েছেন।’
তৃণমূল কংগ্রেস ১৭ নম্বর ওয়ার্ডের সভাপতি দীপক বসু বলেন, ‘রাজ্য সরকারের অনেকগুলো উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে এই প্রকল্পের মাধ্যমেও সাধারণ মানুষ সুরাহা পেতে পারেন। তাই বিজেপি নেতা কর্মীরা পথে নামতে বাধ্য হয়েছেন। এছাড়া ওঁদের কাছে কোনও রাস্তা নেই।’ অন্যদিকে, বিজেপি সদর সভাপতি সুরজিৎ সাহার সাফাই, ‘কত মানুষ এই প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন আমরা সেই তথ্যই সংগ্রহ করছি।’