দুর্বল হয়ে এসেছে ঘূর্ণিঝড় বুরেভি। তবু কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। ঝড় কাছাকাছি এগিয়ে আসতেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে তামিলনাড়ু ও কেরালার ৩টি বিমানবন্দর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় শক্তি আরও হারিয়ে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। ঘণ্টায় ঝড়ের গতিবেগ থাকতে পারে ৪০-৫০ কিমি। সেটা ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে। তবে এর জেরে শুক্রবার চেন্নাই ও তামিলনাড়ুর দক্ষিণভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়ে আবহাওয়া দফতর। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তৈরি হয়েছে ত্রাণশিবির। বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইতমধ্যেই দক্ষিণ তামিলনাড়ু ও দক্ষিণ কেরালায় লাল সতর্কতা জারি করেছে আইএমডি। মাদুরাই বিমানবন্দরে বিমানচলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তুতিকোরিনগামী ও সেখান থেকে যাবতীয় বিমান বাতিল করা হয়।
জাতীয় আবহাওয়া দফতর তার পূর্বাভাসে বলেছিল, বুরেভি বুধবার রাতে শ্রীলঙ্কায় আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় হিসেবেই আঘাত হানতে চলেছে তামিলনাড়ুর উপকূলে। তবে সাম্প্রতিক আপডেটে আইএমডি জানিয়েছে, ‘৩ ডিসেম্বর রাত ১১.৩০টা নাগাদ রামানাথপুরমের ৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে মান্নারের উপর গভীর নিম্নচাপ হিসেবে কেন্দ্রীভূত হয়েছে ঝড়টি। কয়েক ঘণ্টার মধ্যে সেটি রামানাথপুরম ও তার সংলগ্ন থুথুকুড়ি জেলার উপর দিয়ে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে বয়ে যাবে। ৪ ডিসেম্বর সকালে এটি আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।