রোজকার অভ্যাস অনুযায়ী, আজকেও ইকোপার্কের আইফেল টাওয়ারের কাছে যখন দিলীপ ঘোষ যোগাভ্যাস করছিলেন, ঠিক সেই সময় কিছুটা দূরে রাজারহাট-নিউটাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মহম্মদ আফতাবউদ্দিন জনা তিরিশ কর্মী নিয়ে ”সব বেচে দে” টি-শার্ট পড়ে অভিনব কায়দায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখান। তৃণমূল কর্মীরা মুখে কিছু না বললেও তাদের “সব বেচে দে” গেঞ্জিতে স্পষ্ট হয়ে গিয়েছে, রেল, বিমান পরিষেবা-সহ বেশ কিছুক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরনের প্রতিবাদেই মূলত সরব হয়েছেন রাজারহাট-নিউটাউন তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা।
এ বিষয়ে মহম্মদ আফতাব উদ্দিনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমরা রাজারহাট-নিউটাউন তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা প্রতিদিন ইকোপার্ক সংলগ্ন এলাকায় প্র্যাকটিস করতে আসি। আগেও আসতাম। আজও এসেছি। মাঝখানে কিছুদিন আসিনি। আজ এসেছি। এটা আমাদের নিজেদের জায়গা, নিজেদের পাড়া।”
তবে সবাই একরকম লেখা গেঞ্জি পরে এসেছেন কেন? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ভারতবর্ষের সরকার বর্তমানে বেচুরাম সরকারে পরিণত হয়েছে। ভারতবর্ষের সমস্ত লাভজনক সংস্থা বিক্রি করে দিচ্ছে তার বিরুদ্ধে একটা টোকেন প্রতিবাদ করতে রাজারহাট-নিউটাউনের তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের দু’হাজার গেঞ্জি তুলে দিয়েছিলাম। এটার মধ্যে দিয়ে একটা প্রতিবাদ করা। আমরা প্রতিদিনই প্র্যাকটিস করি ইকোপার্ক-সহ সংলগ্ন এলাকায়।”