অফিস টাইমে শহরের ব্যস্ততম এলাকায় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। স্কুটির সঙ্গে সংঘর্ষের জেরে বাসটিতে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। গুরুতর জখম স্কুটি চালক। কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে বাস থেকে নামতে সক্ষম হয়েছেন যাত্রীরা।
জানা গিয়েছে, বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেলেও যাত্রী বা বাস চালকের কোনও ক্ষতি হয়নি। তাঁরা সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তবে আশঙ্কাজনক স্কুটিচালক। তাঁকে ইতিমধ্যেই বাগুইআটি হাসপাতালে ভরতি করা হয়েছে। দিনের ব্যস্ত সময়ে ভিআইপি রোডে এহেন ঘটনায় প্রবল জ্যাম তৈরি হয়েছে। অফিস পৌঁছতে রীতিমতো কালঘাম ছুটছে সকলের।
জানা গিয়েছে, শুক্রবার সকালে যাত্রীবোঝাই বাসটি এয়ারপোর্ট থেকে উলটোডাঙার দিকে যাচ্ছিল। দমদম পার্ক এলাকায় পৌঁছতেই বিপত্তি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, দমদম পার্ক এলাকায় হঠাৎই একটি স্কুটি চলে আসে বাসটির সামনে। গতি বেশি থাকায় স্কুটিটিও নিয়ন্ত্রণ করতে পারেনি। যার জেরে সটান সেটি ঢুকে যায় বাসের নিচে। সেই ঘর্ষণের জেরেই প্রথমে আগুন ধরে যায় স্কুটিটিতে। সেই আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে বাসে। স্থানীয়রাই তড়িঘড়ি খবর দেয় দমকলে। ঘটনাস্থলে যায় দুটি ইঞ্জিন। তবে ততক্ষণে পুড়ে ছাই গোটা বাস।