ভোটে জেতার পর পাহাড়কে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে গেরুয়া শিবির। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলে আগেই বিমল গুরুংকে স্বাগত জানানোর তোড়জোড় শুরু করে দিয়েছিলেন তাঁর অনুগামীরা। এবার ‘একুশের ভোটে উত্তরবঙ্গ থেকে অন্তত ১৫-১৬টি আসন মমতা বন্দোপাধ্যায়ের হাতে তুলে দিতে আমরা তৈরি’ বলে সাফ জানিয়ে দিলেন বিমল গুরুংপন্থী মোর্চা নেতা বিশাল ছেত্রী। তিনি বলেন, ‘বিজেপি শুধুই পাহাড়বাসীকে ব্যবহার করেছে। দেরিতে হলেও তা আমরা বুঝেছি। এবার আর ব্যবহার করতে দেওয়া হবে না। উত্তরবঙ্গে ভাল ফলের আশা যেন না করে গেরুয়া শিবির।’
প্রসঙ্গত, মোর্চা ঘোষণা করেছে, পাহাড়ে ওঠার আগে শিলিগুড়িতে বড় জনসভা করবেন একসময়ের অঘোষিত সম্রাট বিমল গুরুং। বিমলপন্থী মোর্চা নেতা বিশাল ছেত্রী এ কথা জানিয়ে বলেছেন, এই সভায় যোগ দেবেন পাহাড় ও সমতলের গুরুং অনুগামীরা। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে হবে এই সভা। এই সভা নিশ্চিতভাবেই শক্তি প্রদর্শনের সভা। এই সমাবেশ থেকেই নয়া রণনীতি ঘোষণা করবেন গুরুং।
প্রসঙ্গত, ২০১৭-র মাঝামাঝি থেকে পাহাড় ছাড়া গুরুং। এ বছরের দুর্গাপুজোর আগে আচমকাই বিমল গুরুংয়ের আত্মপ্রকাশ কলকাতায়। সেদিনই বিজেপির সঙ্গ ত্যাগ করার কথা ঘোষণা করেন। জানান তৃণমূলের সঙ্গে হাত ধরার কথা। তারপর থেকেই পাহাড়ে ফিরতে উদগ্রীব গুরুং।